Header Ads

পুনরায় বাড়ল রন্ধন গ্যাসের দাম



নয়া ঠাহর প্রতিবেদন:
প্রতিদিন বেড়ে চলেছে নিত্য প্রয়োজনীয় জিনিষের দাম।মূল্য বৃদ্বির এই সময়েই পুনরায় বাড়ল রান্নার গ্যাস সিলিন্ডারের  দাম। অয়েল করপোরেশনের জারি করা এক বিজ্ঞপত্তি তে রাজ সাহায্যবিহীন প্রতিটি সিলিন্ডারের দাম ১৪৪.৫০টাকা থেকে ১৪৯টাকা বৃদ্বি  করা হয়েছে বলে জানানো হয়।সিলিন্ডারের বর্ধিত মূল্য আজ থেকেই কার্যকরী হবে বলে জানতে পারা গেছে। বর্ধিত দাম অনুসারে দেশের রাজধানী দিল্লিতে এখন থেকে রাজ সাহায্য বিহীন ১৪.২ কেজির ওজনের রান্নার গ্যাসের সিলিন্ডারের মূল্য ৮৫৮.৫ টাকা হবে।অন্যদিকে কলকাতাতে প্রতিটি।সিলিন্ডারের মূল্য ১৪৯ টাকা।মুম্বাইয়ে ১৪৫ টাকা,আর চেন্নাইতে ১৪৭টাকা বেড়েছে।সামগ্রিক ভাবে প্রতিটি  অত্যাবশ্যাক জিনিষের দাম বাড়ার সাথে সাথে অতি।প্রয়োজনীয় রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বাড়ার ফলে স্বাভাবিক ভাবেই সাধারণ মানুষের মাথায় হাত পড়েছে এর আগে পয়লা জানুয়ারী দিনটিতে গুয়াহাটি তে ১৯টাকা বেড়ে ছিল সিলিন্ডারের দাম।
উল্লেখ্য যে।আন্তরাষ্ট্রীয় বাজার মূল্য ও আমেরিকান ডলার আর ভারতীয় টাকার বিনিময়ের দর এই দুইটা।কারণের ওপরে নির্ভর করে ভারতের গ্যাস সিলিন্ডারের দাম।আর আগে গুয়াহাটি তে রাজসাহায্য বিহীন প্রতিটি ১৪.০২ কিলোগ্রাম সিলিন্ডারের মূল্য ছিল ৭৪৪.৫০টাকা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.