Header Ads

বাজেটে কিছু জিনিসে আমদানি শুল্ক বাড়াল কেন্দ্র সরকার



নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ 2020 সালের 1 ফেব্রুয়ারি সংসদে সাধারণ বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ জীবনের বিভিন্ন জটিল অঙ্কের পাশাপাশি সাধারণ মানুষ যে বিষয়ের উপর নজর রাখেন সেটা হল বাজেট অধিবেশনের পর বাজারে কোন কোন জিনিসের দাম বাড়ল আর কোন কোন জিনিসের দাম কমল৷
এবারের বাজেটে প্রতিবারের মতো দাম বাড়ল সিগারেট ও তামাকজাত দ্রব্যের৷ পাশাপাশি বিদেশ থেকে আমদানীকৃত বেশ কিছু জিনিসে আমদানি শুল্ক বাড়াল কেন্দ্র সরকার৷ আমদানীকৃত আসবাবপত্রের দাম বেড়েছে, দাম বাড়ছে ওয়াল মাউন্টেড ফ্যানের৷ কারণ কাস্টমস ডিউটি 7.5 থেকে বাড়িয়ে 20 শতাংশ করা হয়েছে৷ এছাড়াও বেড়েছে  স্টিল, তামা ও চিনামাটির বাসনপত্রের দাম বাড়াল৷ কারণ কাস্টমস দ্বিগুণ বাড়িয়ে 20 শতাংশ করা হয়েছে৷ এই বাজেটে দাম বেড়েছে জুতোর, সিলিং ফ্যানের৷ দামি হচ্ছে বিদেশ থেকে আমদানি করা চিকিৎসা সংক্রান্ত  সরঞ্জাম। রসায়নিক দ্রব্যের দামও বাড়াল এই বাজেটে ৷

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.