Header Ads

লুপ্তপ্রায় গ্রাম বাংলার লোক সংস্কৃতি


নয়া ঠাহর প্রতিবেদন,  বদরপুর : নৌকা পূজা। লুপ্তপ্রায় গ্রাম বাংলার এই লোকোৎসব ইদানিং হাতে গোনা কয়েকটি অঞ্চলে দেখা যায়। গোটা বরাকে হাতে গোনা দু-একটি পরিবার ব্যক্তিগত উদ্যোগে এই সংস্কৃতি টিকিয়ে রেখেছে। যার মধ্যে অন্যতম বদরপুরের লালোগ্রামের দত্তবাড়ি। তুলনামূলক স্বচ্ছল এই দত্তবাড়ির প্রাণপুরুষ তরণী দত্ত বাড়িতে এই পূজা চালু করেছিলেন। টানা কয়েক বছর করেও ছিলেন। তারপর মাঝে বন্ধ হয়ে যায়।  তরণী দত্তের বড় ছেলে  হৃদয় দত্ত ২০০৪ সালে আবার এই পূজা শুরু করেন।  ফের বন্ধ হয়। আবার ২০১২তে  আবার আয়োজিত হয়। প্রচণ্ড ব্যায়বহুল এই পূজা প্রতি বছর ব্যক্তিগত ভাবে আয়োজন করা দুঃসাধ্য হয়ে পড়ায় হৃদয় ইচ্ছে থাকলেও পরের বছর আর সাহস করতে পারেননি। এর পর টানা বন্ধ থাকার পর আবার ২০২০তে এই পূজার আয়োজন করতে পেরেছেন। বৃহস্পতিবার সকালে থেকে শুরু হয় মায়ের পূজা অর্চনা, নাম কীর্তন, শুক্রবার সারা দিন ব্যাপী চলে কীর্তন,আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই নৌকা পূজা। উল্লেখ্য গত প্রায় এক মাস ধরে মূর্তি কারিগররা দিন রাত কাজ করে নাগ সাপ সহ এক শত দশটি মূর্তি স্থাপন করেন বলে হৃদয় দত্ত জানান। বদরপুর শহর সংলগ্ন  এই এলাকা লালোগ্রাম কামারপাড়া নামে পরিচিত।  ২৯ জানুয়ারি দুপুর বেলা থেকে পূজা আরম্ভ হয় ৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে  । পূজার আয়োজন করার পর থেকে প্রত্যেকের সহযোগিতা পাচ্ছেন। লালোগ্রামের চতুর্দিকে মুসলিম জনবসতি।  তাতে কোন অসুবিধা হচ্ছে না। হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের লোকেরা হাত লাগিয়ে সব কাজ করে দিয়ে যাচ্ছেন বলে জানালেন হৃদয়। শুক্রবার  সকালে থেকে সন্ধ্যা পর্যন্ত  দত্তবাড়িতে দর্শনার্থীদের ভিড় ঠাসা ছিল। সারা দিন ব্যাপী চলে মহাপ্রসাদ বিতরণ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.