Header Ads

পৃথক স্বশাসিত রাজ্য গঠনের দাবিতে দিল্লির যন্তর মন্তরে ধরনা বিভিন্ন দল সংগঠনের

বিপ্লব দেব, হাফলঃ ১২ ফেব্রুয়ারিঃ ডিমা হাসাও ও কার্বি-আংলং জেলাকে নিয়ে পৃথক স্বশাসিত রাজ্য গঠনের দাবিতে দিল্লির যন্তর মন্তর কাঁপালো ডিমাসা স্টুডেন্টস ইউনিয়ন কার্বি-স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কানঞ্চাসডিকম সহ দুটি পাহাড়ি জেলার বিভিন্ন সংগঠন। গত ১০ ফেব্রুয়ারি দিল্লির যন্তর মন্তরে ধর্নায় বসে নো অটোনমাস স্টেট নো রেষ্ট এই স্লোগানে উত্তাল করে তোলে দুটি পাহাড়ি জেলার দল সংগঠন গুলি। এবং এদিন যন্তর মন্তরে ধর্নায় সামিল হয়েছিলেন বিজেপি-র সাংসদ হরেন সিং বে। 

উল্লেখ্য দীর্ঘ দিন থেকে ভারতীয় সংবিধানে ষষ্ঠ অনুসূচীর অধীনে অনুচ্ছেদ ২৪৪(এ)-র অধীনে পৃথক স্বশাসিত রাজ্য গঠনের দাবীতে ডিমা হাসাও ও কার্বি-আংলং জেলার বিভিন্ন দল সংগঠন গুলি আন্দোলন করে আসছে। এক সময় পৃথক স্বশাসিত রাজ্য গঠনের দাবিতে শসস্ত্র আন্দোলন হয়েছে দুটি পাহাড়ি জেলাতে কিন্তু তারপর ও কেন্দ্রীয় সরকার দুটি পাহাড়ি জেলাকে নিয়ে স্বশাসিত রাজ্য গঠনের দাবি নিয়ে তেমন গুরুত্ব দেয়নি বলে অভিযোগ তাই এবার পৃথক স্বশাসিত রাজ্য গঠনের দাবিতে দিল্লির যন্তর মন্তরে ধর্নায় বসে পৃথক স্বশাসিত রাজ্যের দাবি জানায় ডিমাসা স্টুডেন্টস ইউনিয়ন কার্বি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন সহ দুটি পাহাড়ি জেলার বিভিন্ন দল সংগঠন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.