Header Ads

ভাই জেমসকে স্বরাষ্ট্রমন্ত্রী পদ থেকে সরাতে ক্রমশ চাপ বাড়ছে মুখ্যমন্ত্রী কনরাডের উপর


নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ -- 12 ফেব্রুয়ারি --শিলং
ভাই জেমস সাংমাকে মেঘালয়ার স্বরাষ্ট্রমন্ত্রী পদ থেকে সরাতে মুখ্যমন্ত্রী কনরাড সাংমার উপর ক্রমশ চাপ বাড়াচ্ছে রাজ্যের শাসকজোটের ছোট-বড় শরিকেরা । জেমস সাংমা আর কনরাড সাংমা দুই ভাই। জেমসের কাজকর্ম নিয়ে মেঘালয়ার শাসকজোট মেঘালয়া ডেমোক্র্যাটিক অ্যালায়েন্সের বেশিরভাগ সদস্যই অসন্তুষ্ট । জেমস ও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে কয়লা সিন্ডিকেট নিয়ে নিরব থাকার অভিযোগ উঠেছে  ।


ছবি, সৌঃ আন্তর্জাল
জেমসকে সরানোর জন্য রাজ্যের মন্ত্রী সভার সদস্যরা নজিরবিহীন ভাবে নিজেদের মধ্যে বৈঠক করেছেন । মেঘালয়ার স্বাস্থ্যমন্ত্রী বিজেপি  নেতা আলেকজান্ডার লালু হেক এই খবরের সত্যতা স্বীকার করে জানিয়েছেন, মেঘালয়ার ইতিহাসে সম্ভবত এই প্রথম স্বরাষ্ট্রমন্ত্রীর অপসারণ নিয়ে আলোচনা হচ্ছে । মেঘালয়া লোকায়ুক্ত বেআইনি কয়লা রেকেট নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে।


 ভাইকে সরাতে চাপ  বাড়লেও মুখ্যমন্ত্রী কনরাড সাংমার বক্তব্য, স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরানো নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। ইস্যুটি নিয়ে আলোচনা চলছে । ইস্যু নিয়ে আলোচনা করে সমাধান  সূত্র বের করা হবে ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.