Header Ads

অনূৰ্ধ ১৯ বিশ্বকাপ ফাইনালে ভারতকে হারিয়ে এই প্ৰথম চ্যাম্পিয়ন বাংলাদেশ

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ

অনূৰ্ধ ১৯ বিশ্বকাপ ফাইনালে ভারতকে হারিয়ে এই প্ৰথম চ্যাম্পিয়ন হল বাংলাদেশ। এদিন টসে জিতে প্ৰথমে বল করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক আকবর আলি। দক্ষিণ আফ্ৰিকার পচেস্ট্ৰুমে ইতিহাস গড়লেন বাংলাদেশের ক্ৰিকেটাররা। 
ছবি, সৌঃ আন্তৰ্জাল
ভারতের ১৭৮ রানের টাৰ্গেট নিয়ে ব্যাট করতে নেমে ভালই শুরু করেন বাংলাদেশের দুই ওপেনার। ৫০ রানের ওপেনিং জুটি পারভেজ হাসান ইমন এবং তানজিদ হাসানের। এরপর ৫০ রানে শূন্য উইকেট থেকে ৬৫ রানে চার উইকেট পড়ে যায় বাংলাদেশের। বাকি সময়টা দায়িত্ব নিয়ে খেলেন বাংলাদেশের অধিনায়ক আকবর আলি। ম্যাচের শেষের দিকে বৃষ্টি হওয়ায় ডাকওয়াৰ্থ লুইস নিয়মে বাংলাদেশের টাৰ্গেট আরও কমে যায়। শেষ পৰ্যন্ত ৩ উইকেটে ম্যাচে জয় হয় টাইগারদের। আকবর আলি ৪৩ ও রাকিবুল হোসেন ৯ করে অপরাজিত থাকেন। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.