Header Ads

দিল্লিতে ৬২.৫৯ শতাংশ ভোট পড়েছে, ভোট মিটে যাওয়ার প্রায় ২৪ ঘন্টা পর জানাল নির্বাচন কমিশন

নয়া ঠাহর ওয়েব ডেস্ক -- 9 ফেব্রুয়ারি

সাধারণত ভোটের দিনই ভোটপর্ব পুরোপুরি মিটে যাওয়ার পরই জানা যায় মোট কত শতাংশ ভোট পড়ল । কিন্তু শনিবার দিল্লির ভোটপর্ব  মিটে যাওয়ার পর জানা যায়নি মোট কত শতাংশ ভোট  পড়েছে দিল্লিতে । শনিবার বিকেল পাঁচটা অবধি নির্বাচন কমিশন জানিয়েছিল, ভোট পড়েছে ৫৭.০৬  শতাংশ । এই সঙ্গে কমিশন এও জানিয়েছিল, ফাইনাল ট্যালির পর এই শতাংশ আরও  বাড়বে ।

ছবি, সৌঃ আন্তৰ্জাল
রবিবার এই নিয়ে তোপ দাগেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল । রবিবার কেজরিওয়াল বলেন, শকিং ! কি করছে নির্বাচন কমিশন? অরবিন্দ কেজরিওয়াল প্রশ্ন তোলার কয়েক ঘন্টার মধ্যেই অবশেষে রবিবার সন্ধ্যা সোওয়া সাতটা নাগাদ দিল্লির মুখ্য নির্বাচন কমিশনের তরফে জানানো হয়, দিল্লিতে ভোট পড়েছে ৬২.৫৯  শতাংশ ।




২০১৫ সালের ভোটে দিল্লিতে ভোট পড়েছিল ৬৭.৪৭ শতাংশ । এবার ভোট কিছুটা কম পড়েছে দিল্লিতে । শাহিনবাগের মতো দুই একটা জায়গা ছাড়া অন্যখানে বুথে বুথে তেমন বড় একটা লাইন দেখা যায়নি শনিবার । বিকেলের দিকে ভোটপর্বের শেষ সময়ে অবশ্য কিছু কিছু বুথে ভোটারদের ভিড় নজরে পড়েছিল। এই শেষপর্বের ভিড়ই হাড্ডাহাড্ডি লড়াই থাকা কিছু কেন্দ্রের হিসাবনিকাশ পাল্টে দিতে পারে ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.