Header Ads

মমতাকে ডাকেননি, তবে শপথগ্রহণে মোদীকে ডাকলেন কেজরিওয়াল, জল্পনা তুঙ্গে !!

বিশ্বদেব চট্টোপাধ্যায় 

১৬ ফেব্রুয়ারি দিল্লির রামলীলা ময়দানে শপথগ্রহণ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদীকে আমন্ত্রণ জানালেন অরবিন্দ কেজরিওয়াল। তবে প্রধানমন্ত্রীকে বাদ দিয়ে অন্য কোনও রাজনীতিবিদকে আমন্ত্রণ জানাননি তিনি। 


এবার নিয়ে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল। ২০১৩ সাল বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখতে কংগ্রেস কেজরিওয়ালকে সমর্থন করেছিল। সেবার ৪৯ দিনের জন্য মুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনি। এরপর ২০১৫-র নির্বাচনে ৭০ টি আসনের মধ্যে ৬৭ টি আসনে জিতে মুখ্যমন্ত্রী।
আর এবার ৬২ টি আসনে জিতে মুখ্যমন্ত্রী। মোট ভোটের ৫৩.৫৭ শতাংশ পেয়েছে আপ। অন্যদিকে বিজেপি পেয়েছে ৩৮.৫১ শতাংশ ভোট।
সূত্রের খবর অনুযায়ী, আগে ঠিক হয়েছিল শপথগ্রহণ অনুষ্ঠানে কোনও রাজনীতিবিদকেই আমন্ত্রণ জানানো হবে না। দিল্লি ভিত্তিক অনুষ্ঠান হবে বলে জানিয়েছিলেন আপের দিল্লি শাখার কনভেনর গোপাল রাই। আমন্ত্রণ জানানো হল প্রধানমন্ত্রীকে আপাতত প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হলেও, অন্য কোনও রাজনীতিবিদকে আমন্ত্রণ জানাননি কেজরিওয়াল তথা আপ। তবে মোদীকে আমন্ত্রণ জানানোর সঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ কেন নয় তা নিয়েও অনেকেই প্রশ্ন তুলেছেন।
১৬ ফেব্রুয়ারি রবিবার সকাল ১০ টায় শপথগ্রহণ অনুষ্ঠান হবে দিল্লির ঐতিহাসিক রামলীলা ময়দানে। এই ময়দানেই ২০১১ সালে কেজরিওয়াল এবং আন্না হাজারে দুর্নীতি বিরোধী আন্দোলন শুরু করেছিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.