Header Ads

সোনাই বিধান সভার এলাকার বিভিন্ন জিপিতে সুরভির কম্বল বিতরণ


নয়া ঠাহর প্রতিবেদন, সোনাই : সোনাই সম্প্রতি বিধান সভা এলাকার বিভিন্ন জিপি এলাকায় কেশব স্মারক সংস্কৃতি সুরভি ও নথ ইষ্ঠ ওয়েল কেয়ার সোসাইটি, শিলচরের ব‍্যবস্থাপনায় দুস্থ লোকদের হাতে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হচ্ছে। সোনাই সমষ্টির কচুদরম, দুধপাতিল, ধনীপুর, সুন্দরী, হাতিখাল, রামনগর ইত্যাদি এলাকায় পুরো দিনব‍্যাপি কার্য‍ক্রমের মাধ্যমে গরীব লোকজনের হাতে কম্বল বিতরণ করা হয়। রাষ্টীয় স্বয়ং সেবক সংঘের দক্ষিণ আসাম প্রান্ত প্রচারক সঞ্জয় কুমার দেব, সুরভির সভাপতি শুভ্রাংশু শেখর ভট্টাচার্য্য, সংগঠন মন্ত্রী অভিজিৎ বিশ্বাস এসব এলাকা গুলোতে উপস্থিত থেকে গরীব অসহায় লোকদেরকে শীত বস্ত্র প্রধান করেন। কচুদরম সভায় পৌরিহিত‍্য করেন এলাকার বিশিষ্ট সমাজ সেবী গুনেন্দ্র চক্রবর্তী, দুধপাতিল সভায় পুরহিত‍্য করেন বিশিষ্ট শিক্ষাবিদ অনিল দাস, সুন্দরী ও হাতিখাল সভায় পুরহিত্য করেন সমাজকর্মী বিজন নাথ, রামনগর এলাকার সভায় পুরহিত‍্য করেন সমাজ সেবী সন্তুোষ চৌবে। এছাড়াও রনেন্দ্র কিশোর দেব, কল্লোল দাস, বকুল দাস, বিশ্বজিৎ চৌবে, রঘুবর সিং সভা গুলোতে উপস্থিত ছিলেন। প্রায় দুইশত জন দুস্থ জনের ভিড় পরিলক্ষিত হয় সভাগুলোতে এবং গ্রামবাসীরা সুরভির এই পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন।

No comments

Powered by Blogger.