Header Ads

জঙ্গিদের অর্থ সাহায্যের অভিযোগে পাকিস্তানে ৫ বছরের জেলের সাজা মুম্বই হামলার মুলচক্রী হাফিজ সইদের

নয়া ঠাহর ওয়েব ডেস্ক -- 12 ফেব্রুয়ারি
২৬/ ১১ হামলার মুলচক্রী হাফিজ সইদকে জঙ্গিদের অর্থ সাহায্য করার অভিযোগে  পাঁচ বছরের জেলের সাজা শোনাল পাক আদালত  । তবে, শুধু হাফিজ বা তার সংগঠন জামাত-উদ-দাওয়াই নয় অন্য পাক জঙ্গি সংগঠন লস্কর -ই-তৈবার বিরুদ্ধেও বেআইনি ট্রাস্ট তৈরি করে অর্থ জোগাড় করে তা সন্ত্রাসমূলক কাজে ব্যবহার করার অভিযোগ রয়েছে ।
ছবি, সৌঃ আন্তৰ্জাল

২০০৮ সালের মুম্বই হামলার পর রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ নিষিদ্ধ করে হাফিজকে। তার গতিবিধির উপর নিষেধাজ্ঞা জারি করে । গত বছরের জুলাই মাসে পাকিস্তানে আটক করা হয় হাফিজ সইদকে  । পাকিস্তানের গুজরানওয়ালা আদালত সেই সময় হাফিজের বিরুদ্ধে সন্ত্রাসবাদের প্রচার, জঙ্গি সংগঠনগুলিকে অর্থ সাহায্য ইত্যাদি নানা অভিযোগে চার্জশিট পেশ করেছিল । পাকিস্তানের মুলতান, গুজরানওয়ালা, লাহোরে হাফিজ পরিচালিত একাধিক বেনামী সংগঠন ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হয় । পাশাপাশি মামলা রুজু হয় হাফিজ ও তার ঘনিষ্ঠ ১২ জন সঙ্গীর বিরুদ্ধে ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.