Header Ads

মল্লিকসীট কেশব স্মারক সংস্কৃতি সুরভি কেন্দ্রের উদ্বোধন


নয়া ঠাহর প্রতিবেদন, দোয়ারবন্দ : বিলাইপুরের নিকট প্রতাপপুর গ্রামের মল্লিকসীট অঞ্চলে গত নয় ফেব্রুয়ারি কেশর স্মারক সংস্কৃতি সুরভির পরিচালিত আরোগ‍্য মিত্র যোজনা কেন্দ্রের ঊদ্বোধন করা হয়। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে কেন্দ্রের শুভারম্ভ করেন এলাকার বিশিষ্ট নাগরিক বিমল মল্লিক ও সুরভির সংগঠন  মন্ত্রী অভিজিৎ বিশ্বাস। সংগঠন মন্ত্রী ভাষনে বলেন যে সুরভি পরিচালিত আরোগ্য মিত্র যোজনার মাধ্যমে বিগত বাইশ বৎসর যাবৎ প্রত‍্যন্ত অঞ্চলে প্রায় চারশত কেন্দ্রের সক্রিয় সহযোগিতায় স্বাস্থ্য সচেতনতা, স্বাস্থ‍্য সুরক্ষা, পরিবেশ, শিশু সংস্কার, প্রাপ্ত বয়স্কদের মধ্যে যোগ দ্বারা রোগ আরোগ্য সহ সমাজের দরিদ্র জনগণের সেবা করছে। বিমল মল্লিক ভাষণে সুরভির বিভিন্ন ভূমিকা নিয়ে ভূয়সী প্রশংসা করেন। দক্ষিণ অসমের সংযোজক প্রিয়তোষ পাল, সুরভির আশু দেবনাথ ও স্থানীয়দের মধ্যে রবীন্দ্র মল্লিক, বিশ্বজিৎ মল্লিক, আশুতোষ মল্লিক প্রমুখও উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.