Header Ads

বিনামূল্যে পানীয় জল, বিনামূল্যে বিদ্যুৎ, বিনামূল্যে চিকিৎসা অরবিন্দ কেজরিওয়ালকে জেতালো


নয়া ঠাহর প্রতিবেদন, নিউ দিল্লি, গুয়াহাটি : দেশের রাজধানী দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমী পার্টি হ্যাটট্রিক করলো। 70টি আসনের মধ্যে 62টি আসনে আম আদমী পার্টি বা আপ জয়লাভ করেছে, মাত্র 8 টি আসনে বিজেপি জয় লাভ করেছে, কংগ্রেস জিরো পেয়েছে, অর্থাৎ আপ দল তাদের নির্বাচনী ইস্তাহার প্রতি ঘরে বিনামূল্যে জল, বিনা মূল্যে বিদ্যুৎ, 200 ইউনিট পর্যন্ত ফ্রি, প্রতিটি স্থানে মহল্লা হাসপাতাল যেখানে সব ধরনের বিনামূল্যে চিকিৎসার ব্যাবস্থা আছে, সব সরকারি বিদ্যালয়ের আধুনিকিকরণ, মানদণ্ড বৃদ্ধি, প্রভৃতি পূরণ করায় আম আদমী পার্টি বিপুল জয় পেয়েছে। 200-র বেশি বিজেপি সাংসদ, 16 জন মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং দিল্লিতে নির্বাচনী প্রচারে নেমেছিলেন। রাজনৈতিক মহলের ব্যাখ্যা হিন্দু মুসলিম বিভাজনের রাজনীতি সঙ্গে এন আর সি, নাগরিকত্ব সংশোধনী বিল, ন্যাশনাল পপুলেশন রেজিস্টার প্রভৃতি নিয়ে বিজেপি দলের মধ্যে কোনো সমন্বয় নেই, নেতারা যে যা খুশি মন্তব্য করেছেন। সবকিছুতে মুসলিমদের টার্গেট করা হয়েছে। এই সব   সাম্প্রদায়িক মন্তব্যর জন্য শাহীনবাগের জন্ম হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন তার রাজ্যে রেলের মতো সরকারি সম্পত্তি ধ্বংস হতে দেখেও হামলাকারী সংখ্যালঘু মুসলিমদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক বাবস্থা গ্রহণ করেননি, ভোট রাজ নীতির স্বার্থ্যে, দিল্লিতে ও জামিয়া মিলিয়া, জে ইউ তে  শাহীনবাগে দেশ বিরোধী এক শক্তি সক্রিয় হয়ে উঠেছিল তা ঠিক মতো মোকাবিলা করতে পারেনি দিল্লি পুলিশ এই রকম অভিযোগ ও উঠেছিল। মাসের পর মাস প্রধান সড়ক অবরোধ করে রাখা হয়। তথাকথিত আন্দোলনকারীরা সুপ্রিম কোর্টকেও পাত্তা দেয়নি। অভিযোগ উঠেছে আপ দলের প্রতি আন্দোলনকারীরা ভেতরে ভেতরে সমর্থন করেছে। আপ জিতে গেল এবার শাহীনবাগের পথ অবরোধ প্রত্যাহার করে নেওয়া হবে। এ ছাড়াও মহিলাদের নিরাপত্তা বলে কিছু নেই রাজধানীতেএই সব কিছু জট পাকিয়েছে, জিতে গেছে বিনামূল্যে পানীয় জলবিনামূল্যে বিদ্যুৎ, ভালো শিক্ষা ব্যবস্থা, বিনামূল্যে চিকিৎসা, সবার উপরে খড়গপুর আই আই টি-র কৃতি ছাত্র অরবিন্দ কেজরিওয়াল। যাকে দুর্নীতি স্পর্শ করতে পারেনি। এক পুত্র এক কন্যা পত্নী, বৃদ্ধ মা-বাবা নিয়ে সংসার। নবনির্বাচিত মুখ্যমন্ত্রীর ভয়, এই পাঁচ বছর বিজেপি তাকে শান্তিতে থাকতে দেবে না। নানাভাবে মিথ্যা জালে ফাঁসাবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আশা প্রকাশ করেছেন, দিল্লি বাসীর সব সমস্যা সমাধান করবে নতুন সরকার।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.