Header Ads

নির্ভয়া মামলার শুনানি চলাকালীন আচমকাই জ্ঞান হারালেন মামলার অন্যতম বিচারপতি আর ভানুমতী

নয়া ঠাহর ওয়েব ডেস্ক -- 14 ফেব্রুয়ারি  
নির্ভয়া মামলায় কেন্দ্রের দায়ের করা পিটিশনের রায় দিতে গিয়ে কোর্টরুমে জ্ঞান হারান মামলার অন্যতম বিচারপতি আর ভানুমতী । সঙ্গে সঙ্গে তাঁকে হুইলচেয়ারে বসিয়ে কোর্টরুমের বাইরে নিয়ে যাওয়া হয় । তাঁর অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানা  গেছে ।

ছবি, সৌঃ আন্তৰ্জাল

এদিকে, নির্ভয়া মামলার চার দোষীর এক দোষী বিনয় কুমার শর্মা রাষ্ট্রপতির প্রাণভিক্ষার আর্জি খারিজের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছিল । সেই পিটিশন খারিজ হয়ে গেছে শুক্রবার শীর্ষ আদালতে । অন্যদিকে, আইনি প্রক্রিয়ায় বার বার কেন পিছিয়ে যাচ্ছে এবং চার অপরাধীকে আলাদা করে ফাঁসি দেওয়া যাবে না কেন, এই সওয়াল তুলে শীর্ষ আদালতে পিটিশন দাখিল করেছিল কেন্দ্রীয় সরকার । কেন্দ্রের মামলার শুনানি চলাকালীনই আচমকা জ্ঞান হারান বিচারপতি আর ভানুমতী ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.