Header Ads

রামমন্দির হচ্ছে, প্রধানমন্ত্রী সংসদে ঘোষণা করলেন



নয়া ঠাহর, নয়া দিল্লি : শেষপর্যন্ত অর্যোধ্যায় 128 ফুট উচ্চতা বিশিষ্ট রাম মন্দির তৈরি হবে। আজ সংসদে প্রধানমন্ত্রী এই ঘোষণা করেন। বলেন সুপ্রিমকোর্টের নির্দেশ মেনে তিনমাসের মধ্যে কেন্দ্রীয় সরকার এক ট্রাস্ট গঠন করে, নাম দেওয়া হয়েছে শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র, মন্দিরের জন্যে 67,3 একর জমি বন্টন করা হয়েছে, মসজিদ নির্মাণের জন্যে সুন্নি ওয়াকফ বোর্ডকে 5 একর জমি উত্তর প্রদেশ সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ক্যাবিনেট কমিটি এই ট্রাস্ট গঠনের সবুজ সংকেত দেয়। অসমের মানুষ সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ তার অবসরের শেষ কদিনে রামমন্দির নির্মাণ নিয়ে ঐতিহাসিক রায় দেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.