Header Ads

গুয়াহাটিতে ফ্লিম ফেয়ার মেগা শো 15 ফেব্রুয়ারি , টিকিটের হার হাজার থেকে 1 লক্ষ টাকা



অমল গুপ্ত, গুয়াহাটি : গুয়াহাটি তথা উত্তরপূর্বাঞ্চলে হলিউডের সর্বভারতীয় অনুষ্ঠান ফিল্মফেয়ার পুরস্কার বিতরণী মেগা শো আগামী 15 ফেব্রুয়ারি সরুসোজাই স্পোর্টস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই হলিউড স্টারদের অনুষ্ঠানে হলিউড জগতের প্রথম সারির 23 জন স্টার অংশগ্রহণ করবেন বলে পর্যটন নিগমের চেয়ারম্যান জয়ন্ত মল্ল বরুয়া আজ জানান। জানান টিকিটের হার হবে 1 হাজার টাকা থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত, দাবি করেন এই মেগা শো সফল হলে, অসমে পর্যটন শিল্পের উন্নতি হবে। সরুসোজাই ময়দানে বিশেষ হেলিপ্যাড নির্মাণ চলেছে। সূত্র জানান, প্রায় 100 চার্টার্ড বিমানে বুম্বাইয়ের স্টাররা আসবেন, গুয়াহাটির সব ফাইভস্টার হোটেল বুক করা হয়েছে। কয়েকশ মার্সিডিজ গাড়ি রেডি করা হচ্ছে,  আলিয়া ভাট নৃত্য, অরিজিৎ সিংয়ের দরদি গান, সঙ্গে এক ঝাঁক অসমীয়া শিল্পীও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। আসু এই ফ্লিম ফেয়ারের বিরোধিতা করেছে। শিল্পী জুবিন গার্গ এই মেগা শো কে সর্বতোভাবে সমর্থন করেছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.