Header Ads

বাস দুর্ঘটনায় 24 জন যাত্রী আহত, 1 জন নিহত


      জাগীরোডের টোপাতলীতে পথ দুর্ঘটনা           টীয়ক থানার অন্তর্গত জগদুয়ারে বাস দুর্ঘটনা

নয়া ঠাহর প্রতিবেদন : জাগীরোডের টোপাতলীতে এক পথ দুর্ঘটনা সংঘটিত হয় বোকাখাতে অনুষ্ঠিত হওয়া শ্রীমন্ত শংকরদেব সংঘের অধিবেশনের জন্য রওয়ানা দেওয়া এএস20-1437 নম্বরের এএসটিসি-র বাসটি বাইকটির পেছনে খুন্দা মারায় বাইকটি ছিটকে পড়ে ফলে সেই বাইকে থাকা বাইক চালক কমল বড়ো (41) সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলেই মারা যান এবং তার স্ত্রী প্রিয়ঙ্কা বড়ো (35) গুরুতরভাবে আহত হওয়ায় তাকে গুয়াহাটির মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়
অন্যদিকে, টীয়ক পুলিশ থানার অন্তর্গত জগদুয়ারে আরেকটি বাসের ভয়ঙ্কর দুর্ঘটনা সংঘটিত হয় মঙ্গলবার রাত প্রায় 12.30 নাগাদ জাগুন থেকে মঙ্গলদৈ অভিমুখী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে 37 নং জাতীয় সড়কে পাল্টিয়ে যায় ফলে বাসে থাকা 23 জন যাত্রী আঘাতপ্রাপ্ত হন জানা গেছে, টীয়কের পুলিশ স্থানীয় লোকের সহায়তায় আহত যাত্রীদের টীয়ক এফ আর ইউ ও যোরহাট চিকিসা মহাবিদ্যালয়ে প্রেরণ করে এবং তিনজন যাত্রী সংকটজনক অবস্থায় আছেন

No comments

Powered by Blogger.