Header Ads

ক্রীড়া প্রতিমন্ত্রী কিরেন রিজিজুর উদ্যোগে সাইতে ট্রায়াল দিতে আসবেন শ্রীনিবাস গৌড়া

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ

কাম্বালা উৎসবে কর্ণাটকের মুদাবরি গ্রামের ২৮ বছরের যুবক শ্রীনিবাস গৌড়া  পালিত মোষের সঙ্গে টানা ১৪২.৫  মিটার মাত্র ১৩.৬২ সেকেন্ডে পার করেছিলেন । তাঁর এই গতি দেখে সাড়া পরে যায় দেশজুড়ে, গৌড়ার সঙ্গে তুলনা শুরু হয় উসেইন বোল্টের। বোল্ট মাত্র ৯.৫৮ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ে রেকর্ড গড়েছিলেন । হিসাব কষে দেখা যায় যে , গৌড়া মাত্র ৯.৫৫ সেকেন্ডে ১০০ মিটার অতিক্রম করেছেন । যা বোল্টের নেওয়া সময় থেকে ০.০৩ সেকেন্ড কম।


ছবি, সৌঃ আন্তৰ্জাল

শ্রীনিবাস গৌড়ার এই অবিশ্বাস্য দৌড়ের কথা পৌঁছে যায় কেন্দ্রীয় ক্রীড়া প্রতিমন্ত্রী কিরেন রিজিজুর কানেও। শনিবার রিজিজু টুইট করে জানিয়েছেন, সাইয়ের সেরা কোচেদের সামনে ডাকা হবে গৌড়াকে। তাঁর কাছে ইতিমধ্যেই ট্রেনের টিকিট পৌঁছে গেছে । বেঙ্গালুরু সাই কেন্দ্রে আসার যাবতীয় ব্যবস্থা  হয়েছে । সোমবার গৌড়া সাই কেন্দ্রে পৌঁছোবেন বলেও জানান রিজিজু । কেন্দ্রীয় ক্রীড়া প্রতিমন্ত্রীর এই  ভূমিকার প্রশংসা করা হচ্ছে ।


এদিকে শ্রীনিবাস গৌড়ার মন্তব্য  , বোল্টের সঙ্গে মানুষজন আমার তুলনা করছেন । বোল্ট বিশ্ব চ্যাম্পিয়ন । আমি তো কেবল জলকাদার জমিতে দৌড়ই।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.