Header Ads

বাজেটে সাধারণ জনতার পরিবর্তে উদ্যোগপতিদের বিকাশে গুরুত্ব দিতে দেখা গেছে : বদরুদ্দিন আজমল



নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : সংসদে 2020 সালের 1 ফেব্রুয়ারি আগন্তুক অর্থবর্ষের বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এই বাজেটের তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রকাশ করেছে এআইইউডিএফ। ধুবড়ির সাংসদ মৌলানা বদরুদ্দিন আজমল সাংবাদিকদের জানান, সবকা সাথ সবকা বিকাশ বলতে থাকা সরকার এই বাজেটে সাধারণ জনতার পরিবর্তে উদ্যোগপতিদের বিকাশে গুরুত্ব দিতে দেখা গেছে। সরকারি রাজস্ব বিভাগ স্থাপন করা বিশেষ করে জ্বলন্ত সমস্যাগুলি সমাধানের জন্য কোনো একটি শব্দও বাজেটে উত্থাপিত হয়নি বলে মন্তব্য করেন আজমল। তিনি আরও বলেন, শিক্ষার ক্ষেত্রে যে ভাবে বাজেটে ধন বৃদ্ধি করার গুরুত্ব দিতে লেগেছিল, কিন্ত সেটাই গুরুত্ব পেল না। অসমের বন্যা সমস্যা সমাধানে কোনো গুরুত্ব পেল না বাজেটে। শাসকদলীয়রা নিজেদের মতে রোড মেপ তৈরি করে নিয়েছে বলে মন্তব্য করে তিনি আরও বলেন, বিশেষ করে জীবন বীমা নিগমের ক্ষেত্রে এই বিষয়টি ভয়ঙ্কর হবে বলে তিনি মত ব্যক্ত করেন। অসমের বন্যা সমস্যাকে জাতীয় সমস্যা ঘোষণা করে অসমকে বিশেষ প্যাকেজ দেওয়া, দারিদ্রতা প্রভৃতি সমস্যা সমাধানের বিষয়ে পুনর বিবেচনা করে বাজেটে পুঁজি ধার্য করতে সাংসদ বদরুদ্দিন আজমল দাবি উত্থাপন করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.