বোয়ালিপার পল্লী গ্রামে দূর্গা মণ্ডপের বর্ধিত গৃহের শিলান্যাশ।
নয়া ঠাহর প্রতিবেদন, হাইলাকান্দি : বোয়ালিপার পল্লীগ্রামে ৩০ জানুয়ারি ক্লাব রুদ্রানীর
উদ্যোগে সরকারিভাবে দূর্গামণ্ডপ তৈরির শিল্যানাস হয়েছে।
শিল্যানাস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাঁও পঞ্চায়েত সভাপতি শরীফ উদ্দিন
মাঝারভূঁইয়া। প্রধান অতিথি হিসাবে ছিলেন করিমগঞ্জ লোক সভা সমিষ্টির সাংসদ
প্রতিনিধি কল্যাণ গোস্বামী, হাইলাকান্দি জেলা
বিজেপি সভাপতি স্বপন ভট্টাচার্য্য, আসামের মুখ্যমন্ত্রীর উপদেষ্টা (OSD Barak Valley) শেখর দে, জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত নাথ,
সহ সভাপতি জওহরলাল নাথ,
রাজিক সদস্য রাজ্যোতি
শর্মা (প্রাক্তন) সমাজকর্মী ও ড্রিমস NGO-এর কর্ণধার গৌতম
গুপ্ত, বোয়ালিপার
পঞ্চায়েত সম্পাদক রূপ মোহন সিং সহ জিপির সহ- সভাপতি বুঁদরুন নেহার লস্কর সহ
অন্যান্যরা।
দুর্গামন্দির সংলগ্ন এই ভবনটি নির্মিত হলে সমাজের অনেক উন্নয়ন মূলোক কাজের
ক্ষেত্রে এই ভবনটি কাজে আসবে বলে রুদ্রানীর সম্পাদক অভ্রাংশু কুমার চৌধুরী
জানিয়েছেন।
কোন মন্তব্য নেই