Header Ads

আয়করের হিসাব !!

বিশ্বদেব চট্টোপাধ্যায় 

একনজরে আগের বাজেটে ৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কাউকে আগের বছরে কর দিতে হয়নি। ১০ লক্ষ টাকা পর্যন্ত ২০ শতাংশ ও তার বেশি রোজগারে ৩০ শতাংশ কর দিতে হয়েছে। এবারের প্রস্তাবে ৫ লক্ষ থেকে ৭.৫ লক্ষ টাকার মধ্যে রোজগেরে ১০ শতাংশ কর দিতে হবে ২০ শতাংশের জায়গায়। ৭.৫ লক্ষ থেকে ১০ লক্ষ টাকা আয় করলে ২০ শতাংশের জায়গায় ১৫ শতাংশ কর দিতে হবে। ১০ থেকে ১২.৫ লক্ষ টাকা আয়ে কর দিতে হয় ৩০ শতাংশ তা কমিয়ে ২০ শতাংশ করা হচ্ছে। ১২.৫ লক্ষ থেকে ১৫ লক্ষ টাকা রোজগেরেকে ২৫ শতাংশ হারে কর দিতে হবে। আগে যা দিতে হতো ৩০ শতাংশ। তার বেশি আয়ের ক্ষেত্রে কর ব্যবস্থার কোনও পরিবর্তন হচ্ছে না। ৫ লক্ষ পর্যন্ত আয়ের রোজগেরেকে কোনও কর দিতে হবে না।

১৫ লক্ষ টাকা বা তার বেশি রোজগেরের ক্ষেত্রে ৭৮ হাজার টাকা পর্যন্ত বঁচানোর সুযোগ থাকবে নতুন আয়কর নিয়মে।
নতুন সংস্থার জন্য কর্পোরেট করে ছাড়ের ঘোষণা কেন্দ্র সরকারের।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.