Header Ads

আচমকা বিস্ফোরণ বালুরঘাটে, আহত একজন



নয়া ঠাহর প্রতিবেদন, বালুরঘাট : শুক্রবার দুপুরে বালুরঘাট শহরের সাড়ে তিন নম্বর এলাকায় আচমকা বিস্ফোরণের শব্দে চাঞ্চল্য ছড়াল এলাকায়। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন এক মহিলা। প্রথমে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতায় স্থানান্তরিত করে দেওয়া হয়। এই বিস্ফোরণ কিভাবে ঘটল তা নিয়ে ধন্দে রয়েছে বালুরঘাট জেলা পুলিশ। পুলিশ তদন্তে নেমে বিষয়টি খতিয়ে দেখেছে
পুলিশ জানিয়েছে, আহত মহিলার নাম প্রতিমা সেন। এদিন দুপুরে তাঁর বাড়িতেই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গ্যাসের সিলিন্ডার ব্লাস্ট হয়ে বিস্ফোরণ ঘটেনি। ঘরের অন্য কোনও দাহ্য পদার্থ থেকেই এই ঘটনা ঘটে থাকতে পারে।
আশপাশ থেকে জানা গেছে, এদিন দুপুরে বিকট শব্দে কেঁপে উঠে হার্ডওয়্যার ব্যবসায়ী শিবু সেনের বাড়ি। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশী ছিল যে, বিকট শব্দে কেঁপে উঠে গোটা এলাকা। শিবু সেনের বাড়িতেই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে বুঝতে পেরে সঙ্গে সঙ্গে প্রতিবেশীরা তাঁর বাড়িতে ছুটে যায়। শিবু সেন সেসময় বাড়িতে ছিলেন না। ফলে ঘটনাস্থল থেকে প্রতিবেশীরাই জখম অবস্থায় তাঁর স্ত্রী প্রতিমা সেনকে উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠানোর পাঠায় এবং সঙ্গে সঙ্গে দমকল বাহিনী ও পুলিশকে খবর দেয়
এবিষয়ে ডিএসপি সদর ধীমান মিত্র বলেন, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়েছিলেন। সব কিছু দেখে এসেছেন। কিভাবে এই ঘটনা ঘটল তা এই মূহূর্তে বলা সম্ভব না। তবে তদন্ত করে দমকল বাহিনীকে রিপোর্ট দিতে বলা হয়েছে এবং পুলিশও আলাদা ভাবে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।'

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.