Header Ads

গৃহমন্ত্রালয়ে প্রেরণ করা হল অসম চুক্তির 6 নং ধারার প্রতিবেদন



নয়া ঠাহর প্রতিবেদন : অসম চুক্তির 6 নং ধারা কার্যকরী করার দিকে এককদম এগোল। অসম চুক্তি কার্যকরী করার জন্য সরকারে গঠন করা কমিটি বৃহস্পতিবার কেন্দ্রীয় গৃহ মন্ত্রালয়ে প্রেরণ করে প্রতিবেদনের প্রতিলিপি। নতুন দিল্লিতে উত্তর-পূর্বের দায়িত্বে থাকা কেন্দ্রীয় গৃহ মন্ত্রালয়ের সত্যেন্দ্র গার্গের সঙ্গে কমিটির অধ্যক্ষ, ন্যায়াধীশ বিপ্লব কুমার শর্মা বৈঠকে মিলিত হওয়ার পরে গৃহমন্ত্রালয়ে প্রেরণ করা হয় অসম চুক্তির 6 নং ধারার প্রতিবেদনের প্রতিলিপি। আগামী 15 ফেব্রুয়ারি গৃহমন্ত্রালয়ে আনুষ্ঠানিকভাবে দাখিল করবে চুক্তির 6 নং ধারার প্রতিবেদন।
অবশ্য কমিটি চেয়েছিল, কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহের হাতে প্রতিবেদন করা হোক। কমিটির সকলেই স্বাক্ষর করে প্রতিবেদন ইতিমধ্যে কেন্দ্রীয় গৃহ মন্ত্রালয়ে প্রেরণ করা হয়েছে বলে জানান অধ্যক্ষ, ন্যায়াধীশ বিপ্লব কুমার শর্মা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.