Header Ads

তিন বছরের জন্য বহিষ্কার হতে হয়েছে 36 জন পরীক্ষার্থীকে!


নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : আজ থেকে আরম্ভ হল হাইস্কুল শিক্ষান্ত ও হাই মাদ্রাসা পরীক্ষা ছাত্রছাত্রীরা যাতে ভালোভাবে পরীক্ষায় লিখতে পারে তার জন্য সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে সেবা কেন্দ্র রাজ্যের 860টি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে এবার মেট্রিক পরীক্ষায় অবতীর্ণ হয়েছে রাজ্যের 3 লক্ষ 58 হাজার 853 জন পরীক্ষার্থীএরমধ্যে 1,67,850 জন ছাত্র ও 1,90,603 জন ছাত্রী 29 ফেব্রুয়ারিতে শেষ হবে পরীক্ষা
এবার পরীক্ষায় নকল করার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে সেবা কেন্দ্র পরীক্ষায় নকল করলে তিন বছরের জন্য পরীক্ষার্থীকে বহিষ্কার করা হবে বলে জানিয়ে সেবা কিন্তু পরীক্ষার প্রথম দিনই নকল করতে গিয়ে ধরা পরে বহিষ্কার হয়েছে 36 জন পরীক্ষার্থী জেলাগুলির মধ্যে ধুবড়িতে সর্বাধিক 21 জন, হাইলাকান্দিতে 5 জন, নগাঁওয়ে 4 জন, লখিমপুরে 3 জন ও দরঙে 2 জন পরীক্ষার্থীকে নকল করার জন্য বহিষ্কার হতে হয়েছে

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.