Header Ads

বড়োল্যান্ড দিবসে কোকড়াঝাড় থেকে মুখ্যমন্ত্রী আলোচনার টেবিলে বসার জন্য পরেশ বরুয়াকে আহবান জানান


অমল গুপ্ত, গুয়াহাটি : প্রধানমন্ত্রী এলেন, বড়ো নেতৃত্বের প্রশংসা করে, বড়োল্যান্ডের সার্বিক বিকাশে দেরহাজার কোটি টাকার আর্থিক সাহায্য ঘোষণা করলেন। কয়েকদিন বাদে আজ কোকড়াঝাড়ে 18তম বড়োল্যান্ড দিবসে অংশগ্রহণ করে নব গঠিত বড়োল্যান্ড টেরিটরিয়াল রিজিয়ন বা বি টি আর এর নানা উন্নয়নমূলক কর্মসূচির কথা ঘোষণা করে সংখ্যাগরিষ্ঠ অবড়ো জনগোষ্ঠীর উন্নয়নে সমানভাবে দৃষ্টি দেওয়া হবে বলে আশ্বাস দেন। এই সেইদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাশ্মীর সহ উগ্রপন্থী সংগঠনগুলোকে শান্তি আলোচনায় বসার আহবান জানিয়ে আত্মসমর্পনকারী এন ডি এফ বি-র পথ অনুসরণ করার আর্জি জানান। আজ মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোওয়াল ও আলফার কমান্ডার ইন চিফ পরেশ বরুয়াকে আলোচনার টেবিলে বসার আহবান জানিয়ে বলেনদীর্ঘ রক্তক্ষয়ী আন্দোলনের পর এন ডি এফ বি সমাজের মূল স্রোতে ফিরে এলো, শান্তি সুনিশ্চিত হয়েছে, এবার উন্নয়ন ও ত্বরান্বিত হবে। আজকের এই সভায় বিটিসি প্রধান হাগ্রামা মহিলারীও আলফা প্রধান পরেশ বরুয়াকে জঙ্গলের পথ ছেড়ে বড়ো শান্তি চুক্তির মতো আলোচনার আহ্বানে সাড়া দেবার অনুরোধ জানান। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে অর্থমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা ও পরেশ বরুয়াকে একই আহবান জানান। এই সভায় মহিলারী বড়ো আন্দোলনের সময় নানা অপরাধ করা ক্যাডারদের সাধারণ ক্ষমা করে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানান। মুখ্যমন্ত্রী আজ প্রমোদ চন্দ্র ব্রহ্ম স্মৃতি পুরস্কার তুলে দেন লেখক তিরেন বড়ো ও শিল্পী থানু লাই নার্জরির হাতে এবং নিলেশ্বর ব্রহ্ম স্মৃতি পুরস্কার তুলে দেন শিল্পী রোহেন্দ্র নাথ ব্রহ্মর হাতে। আজকের বরোলান্ড দিবসে বাঙলি,  নেপালি সহ বিভিন্ন জনগোষ্ঠীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.