28 ফেব্রুয়ারির ভিতরে কে ওয়াই সি জমা না করলে স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : দেশের সব থেকে বড় পাব্লিক সেক্টর ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়া সকল গ্রাহকদের এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দিচ্ছে, 28 ফব্রুয়ারির মধ্যে কে ওয়াই সি অর্থাৎ ‘Know Your Customer’, গ্রাকের সমস্ত তথ্য জমা না করলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। কে ওয়াই সি জমা দেওয়াটা গ্রাকদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। এসবিআই-র ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে, কে ওয়াই সি-র জন্য প্রতিটি গ্রাহক নিজের পরিচয়পত্র জমা দিতেই লাগবে। পরিচয়পত্র হিসাবে পাসপোর্ট, ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড ইত্যাদি জমা দিতে পারবে। ইতিমধ্যে ব্যাংকের তরফ থেকে সমস্ত গ্রাহককে এসএমএস-এর মাধ্যমে জানানো হয়েছে।
 









 
   
   
 
 
 
 
কোন মন্তব্য নেই