Header Ads

শ্রীশ্রীঠাকুরের মহোৎসব শিলচর সৎসঙ্গ বিহারে


নয়াঠাহর প্রতিবেদন, শিলচর : শিলচর সৎসঙ্গ বিহারে মহাসমারোহে নানাবিধ মাঙ্গলিক অনুষ্ঠানাদির মাধ্যমে শুভ 132 তম জন্মউৎসব তৎসহ শুভ 42 তম শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব পালিত হল গত 89 ফেব্রুয়ারি, শনি ও রবিবার, অনুষ্ঠানের মাধ্যমে। অগণিত ভক্তমণ্ডলীকে উৎসবে সমাগত হতে দেখাতে গেছে। সৎসঙ্গ বিহারকে ফুল ও আলোকমালার বাহারে সাজিয়ে তুলা হয়েছিল। সেচ্ছাসেবকদের শান্তিশৃঙ্খলা বজায় রাখার তৎপরতা প্রশংসনীয়। হাজার হাজার ভক্তপ্রানদেরকে আনন্দবাজারে প্রসাদ গ্রহণ করতে দেখা গিয়েছে। তাছাড়া, বিনামূল্যে চিকিৎসা শিবিরে উৎসব ছিল।


চিকিৎসকরা সকাল থেকে বিকেল পর্যন্ত চিকিৎসা সেবা প্রদান করেন। চিকিৎসা সেবা পেতে শিবিরে ভীড় কমছিল না। সৎসঙ্গ রোডে লোকেলোকারণ্য ছিল। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে শ্রোতাদের জমজমাট পরিবেশ ছিল শিলচল সৎসঙ্গ বিহারে। রাস্তার দুই পাশে অস্থায়ী বিভিন্ন দোকানপাট উৎসবকে কেন্দ্র করেই বসেছিল মেলার মত। পুলিশ প্রশাসনের ভূমিকাও প্রশংসনীয় ছিল। এই মহোৎসবকে সর ধরণের সহযোগিতা করার জন্য সকলকার্যকারী বিভাগকে ধন্যবাদ জানানো হয় সৎসঙ্গের তরফ থেকে। পরে বন্দেপুরুষোত্তমম্ ধ্বনি দিয়ে উৎসবের সমাপ্তি ঘোষণা করা হল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.