Header Ads

দেশে প্ৰথম উত্তরপ্ৰদেশে সিএএ কাৰ্যকর করার কাজ শুরু করল যোগী সরকার

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ সারা দেশে সিএএ নিয়ে বিক্ষোভের মধ্যেই উত্তরপ্ৰদেশে সংশোধিত নাগরিকত্ব আইন কাৰ্যকরী করার কাজ শুরু করল যোগী সরকার। দেশের মধ্যে যোগী আদিত্যনাথই প্রথম সিএএ- আওতায় নাগরিকত্ব দেওয়ার ব্যাপারে উদ্যোগী হল।
নাগরিকত্ব সংশোধনী আইন সংক্ষেপে সিএএ নিয়ে সারা দেশের সঙ্গে সঙ্গে উত্তরপ্ৰদেশেও প্ৰতিবাদ বিক্ষোভ হয়েছে। রাজ্যটির বিভিন্ন প্ৰান্তে হিংসার বলি হয়েছে ২৮ জন। বিক্ষোভ বাগে আনতে পুলিশি নিৰ্যাতনেরও অভিযোগ উঠেছে যোগী রাজ্যে। 
ছবি, সৌঃ আন্তৰ্জাল

পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে আসা যে সব শরনাৰ্থী নাগরিকত্ব ছাড়াই উত্তরপ্ৰদেশে দীৰ্ঘ দিন ধরে বসবাস করছেন, তাঁদের চিহ্নিত করতে রাজ্যের প্ৰতিটি জেলাশাসককে নিৰ্দেশ দেওয়া হয়েছে। রবিবার একথা জানান- অতিরিক্ত মুখ্যসচিব (স্বরাষ্ট্ৰ) অবনীশ অবস্থী। উত্তরপ্ৰদেশে পাকিস্তান ও বাংলাদেশ থেকে এমন বহু মানুষ রয়েছেন পড়শি দুই দেশ থেকে বিতারিত। তাদের কাছে এদেশের নাগরিকত্ব রয়েছে কি না তা খতিয়ে দেখা হবে। পাশাপাশি রাজ্যে কতজন বেআইনিভাবে বসবাস করছেন তা-ও জানা যাবে বলে জানিয়েছে প্ৰশাসন।  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.