Header Ads

দিল্লিতে জেএনইউ-র পড়ুয়াদের ওপর মুখোশধারী দুষ্কৃতীদের হামলা, আহত ছাত্ৰ সংগঠনের সভাপতি ঐশী ঘোষ সমেত বহু

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ দিল্লির জেএনইউতে রবিবার সন্ধ্যায় হামলা চালাল একদল মুখোধারী দুষ্কৃতী। হামলায় জখম হয়েছে ছাত্ৰ সংগঠনের সভাপতি ঐশী ঘোষ সমেত আরও বহু পড়য়া ও শিক্ষক। আহত ঐশীকে এমস-এ ভৰ্তি করানো হয়েছে। এবিভিপি-র সদস্যরাই এই হামলার ঘটনায় জড়িত বলে পড়ুয়াদের একাংশের দাবি। তবে এই অভিযোগ অস্বীকার করেছে আরএসএস-এর ছাত্ৰ সংগঠন এবিভিপি। 


প্ৰত্যক্ষদৰ্শীদের দাবি মতে জানা গেছে- এদিন সন্ধ্যা ৬ টা নাগাদ হঠাৎই জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের চত্বরে ঢুকে প্ৰায় ৫০ জনের কাছাকাছি একদল দুষ্কৃতী। তাঁদের প্ৰায় প্ৰত্যেকেরই মুখে মুখোশ ছিল। হাতে বড় বড় লাঠি নিয়ে একের পর এক হস্টেলে হামলা করে। পাথর ছোড়ে। এই ঘটনায় ক্যাম্পাস এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। পড়য়ারা আতঙ্কে ছোটাছুটি করতে শুরু করে।
এই ঘটনায় হতবাক দিল্লির মুখ্যমন্ত্ৰী অরবিন্দ কেজরিওয়াল। টুইটারে তিনি বলেছেন- পুলিশের উচিত অবিলম্বে এই হিংসা থামিয়ে শান্তি ফিরিয়ে আনা।এই ঘটনার তীব্ৰ নিন্দা করেছেন উত্তরপ্ৰদেশের প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী অখিলেশ যাদব। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.