ভোটের মুখে গ্যারান্টি সহ দেদার প্রতিশ্রুতি দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল
নয়া ঠাহর ওয়েব ডেস্ক --19 জানুয়ারি
ভোটে জিতলে দশটি কাজ তিনি বাস্তবায়িত করবেন বলে গ্যারান্টি দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল । তবে এগুলো যে শুধু কথার কথা না, তার জন্য ' গ্যারান্টি কার্ড ' শব্দটি ব্যবহার করলেন কেজরিওয়াল ।
ভোটে জিতলে দশটি কাজ তিনি বাস্তবায়িত করবেন বলে গ্যারান্টি দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল । তবে এগুলো যে শুধু কথার কথা না, তার জন্য ' গ্যারান্টি কার্ড ' শব্দটি ব্যবহার করলেন কেজরিওয়াল ।
ছবি, সৌঃ আন্তৰ্জাল
অরবিন্দ কেজরিওয়ালের দেওয়া দশটি নিশ্চয়তার মধ্যে রয়েছে , বিনা পয়সায় বিদ্যুৎ দেওয়া হবে সবাইকে । সরবরাহ করা হবে ২৪ ঘন্টা পানীয় জল। দিল্লির শিশুদের জন্য বিশ্বমানের শিক্ষার ব্যবস্থা করা হবে । দিল্লির দূষণ ৩০০ শতাংশ কমানোর মতো পদক্ষেপ করা হবে । রবিবার কেজরিওয়াল বলেন , এটা ইস্তাহার নয় । ইস্তাহার পরে প্রকাশ করা হবে ।
৮ ফেব্রুয়ারি রয়েছে দিল্লির ভোট। গত ভোটে ৭০ আসনের দিল্লি বিধানসভার মধ্যে ৬৭ টি আসনই পকেটে পুরেছিল আম আদমি পার্টি । বিজেপি সুবিধাই করতে পারেনি গত ভোটে । তাই এবারে বিজেপি প্রচার তুঙ্গে তোলার কথা জানিয়ে রেখেছে ।
কোন মন্তব্য নেই