Header Ads

রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ রাজ্যপাল ধনকড়ের, নিশানায় সিপি ও আমলারা! !!

বিশ্বদেব চট্টোপাধ্যায়
রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। এই রাজ্যে আইনের কোনও শাসন নেই। কেউ আইন মানছেন না। পরিস্থিতি উদ্বেগজনক। এমনকি আমলারা নিজেদের কাজ ফেলে রাজনীতি করছেন। বৃহস্পতিবার মহাত্মা গান্ধীর মৃত্যুদিনে ব্যারাকপুরের গান্ধী ঘাটে জাতীর জনককে শ্রদ্ধা জানাতে এসে এই ভাবেই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তিনি বলেন এই রাজ্যে 'কোনও আইনের শাসন নেই'--এই সঙ্গে বলেন 'খুব গুরুতর ভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে'।

রাজ্যে কেউ আইনের শাসন মানছেন না ও পরিস্থিতি উদ্বেগজনক বলে মন্তব্য করার পাশাপাশি আমলাদেরও নিশানা করেছেন রাজ্যপাল। 'আমি দুঃখিত। কিন্তু বলতে বাধ্য হচ্ছি যে আমলারা, এমনকি মুখ্যসচিব, পুলিশ কমিশনারও তাদের নিজেদের যে
দায়িত্ব পালন করার কথা তা ভুলে গিয়েছেন। আমলারা কাজ
ফেলে রাজনীতি করছেন', বলেও এই দিন মন্তব্য করেছেন রাজ্যপাল।
এদিকে রাজ্যপালের এই মন্তব্য ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে। তৃণমূল কংগ্রেসের নেতা তথা রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, 'প্রচারে থাকার জন্য এই ধরনের মন্তব্য করেছেন রাজ্যপাল। তিনি প্রকাশ্যে পুলিশ কমিশনার, আমলাদের বিরুদ্ধে যে এই ধরনের মন্তব্য করেছেন তা ঠিক করেননি। আমি দীর্ঘ দিন ধরে সংসদীয় রাজনীতিতে আছি। কিন্তু এমন রাজ্যপাল দেখিনি।'
ব্যারাকপুরের গান্ধী ঘাটে এদিন রাজ্যপাল ছাড়াও মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, সরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা হাজির ছিলেন। এই দিন রাজ্যপাল ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মাকেও ভর্ৎসনা করেন বলেও জানা গিয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.