Header Ads

সদৌ অসম বাঙালি যুব ছাত্র ফেডারেশনের রুপকোয়র জ্যোতিপ্রসাদ আগরওয়ালকে স্মরণ



দেবযানী, গুয়াহাটি
জ্যোতিপ্রাসাদের আদর্শ নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।কনকসেন ডেকা।

 আজ শিল্পী দিবস । বিখ্যাত গীতিকার ,নাট্যকার ,লেখক ,চলচ্চিত্রনির্মাতা রূপ কোয়র জ্যোতিপ্রাসাদ আগরওয়ালের মহাপ্রয়াণের দিনটিই সমগ্র রাজ্যে শিল্পী দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। এই মহান চির সুন্দরের পূজারী শিল্পী জ্যোতিপ্রসাদ আগরওয়ালের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সদৌ অসম বাঙালি যুব ছাত্র ফেডারেশন নগরের মাছখোয়া স্থিত প্রাগজ্যোতিষ সাংস্কৃতিক প্রকল্পে কেন্দ্রীয় ভাবে শিল্পী দিবস উদযাপন করে । যুব ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি দীপক দের সভাপতিত্বে শুক্রবার অনুষ্ঠানে সভার উদ্দেশ্য ব্যাখ্যা করেন সাধারণ সম্পাদক বিজয় চন্দ ।সভাতে মুখ্য আসন অলংকৃত করেন আসাম সাহিত্য সভার প্রাক্তন সভাপতি এবং প্রবীণ সাংবাদিক কনক সেন ডেকা।তিনি জ্যোতিপ্রাসাদকে প্রকৃত শেষ  শিল্পী বলে আখ্যায়িত করেন।তিনি কবি জ্যোতিপ্রদাদের বিভিন্ন কর্মরাজি উল্লেখ করে তার আদর্শে এগিয়ে যেতে লাগে বলে আহ্বান জানান। তিনি সবাইকে নিজের ভাষা সংস্কৃতি ও কলা কৃষ্টি বজায় রেখে ভালো বাঙালি, ভালো অসমীয়া, ভালো ভারতীয় আর ভালো মানুষ হবার কথা বলেন ।তিনি আজকের  এই অনুষ্ঠানের জন্য বাঙ্গালি ফেডারেশনকে ধন্যবাদ জানান ।এদিনের সভায় কটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রশান্ত চক্রবর্তী অসমীয়া বাঙালির সমন্বয়ের বিভিন্ন  তথ্য তুলে ধরেন। তিনি অসমীয়া সাহিত্য চর্চা আর বাঙালীর যথেষ্ট তথ্যবহুল বক্তব্য দ্বারা  এ বিষয়টি উত্থাপন করেন ।আগামী দিনে এই ধরনের  অনুষ্ঠান করার জন্য ও তিনি ফেডারেশনকে আহ্বান জানান। সভাতে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু যুব ছাত্র ফেডারেশনের সভাপতি বলেন বৈশ্য।  এদিনের অনুষ্ঠানে শিল্পীকে  শ্রদ্ধা জ্ঞাপন করে তিনি বলেন যে অসমের কিছু স্বার্থান্বেষী মানুষ হিন্দু বাঙালিদের বিরুদ্ধে আন্দোলন করা দেখা যাচ্ছে। কিন্তু আজকের দিনে এ ধরনের আন্দোলনের প্রয়োজনীয়তা আছে বলে তিনি মনে করেন না। তিনি আরও বলেন যে অসমীয়া ভাষা সম্পূর্ণভাবে সুরক্ষিত। হিন্দু বাঙ্গালিদের জন্য অসমীয়া জাতি আর ভাষা কখনো বিপদগ্রস্ত হবে না। ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি দীপক দে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাণী উল্লেখ করে বলেন যে "দিবে -নিবে মিলিবে- মিলাবে এই ভারতের মহামানবের সাগরতীরে।" সেইজন্য আমাদেরও বৃহত্তর অসমীয়া জাতি গঠনের স্বার্থে অসমের সন্তান হিসাবে এই আদর্শে এগিয়ে যেতে লাগবে। নিজের অসমীয়া সত্তা বজায় রেখে অসমের স্বার্থে  সমন্বয়ের জন্য কাজ করে করতে লাগবে। বাঙালি মনীষীরা সবসময় উদার বিচারধারাতে সমস্ত ধর্মের জন্য সমগ্র বিশ্বজুড়ে কাজ করেছিলেন। আমাদের ও তাদের পদাঙ্ক অনুসরণ করতে হবে। আমাদের অন্যের প্ররোচনায় না গিয়ে নিজের মাতৃভাষা ও মাতৃভূমির জন্য কাজ করে যেতে লাগবে। এদিনের অনুষ্ঠানে কেন্দ্রীয় কার্যকরী সভাপতি  নির্মল কান্তি শীল উপদেষ্টা শ্যামল কুমার দাস অংশুমান চক্রবর্তী প্রমুখ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.