Header Ads

মহিলাদের সঙ্গে অশালীন আচরন করার অভিযোগ উঠল হারাঙ্গাজাও থানার ওসির বিরুদ্ধে

 বিপ্লব দেব, হাফলংঃ 
মহিলাদের সঙ্গে অশালীন আচরণ করার মত গুরুতর অভিযোগ উঠল অসম পুলিশের এক অফিসারের বিরুদ্ধে।এই ঘটনা ডিমা হাসাও জেলার হারাঙ্গাজাও এলাকার। হারাঙ্গাজাও থানার ওসির অত্যাচারে অবশেষে হারাঙ্গাজাওয়ের মহিলারা একজোট হয়ে হারাঙ্গাজাও থানার ওসি অংশু রাজকুমার সিংয়ের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ উত্থাপন করে শুক্রবার ডিমা হাসাও জেলার পুলিশসুপার গৌরভ অভিজিতের কাছে এক অভিযোগ পত্র দাখিল করে। পাশাপাশি এর প্রতিলিপি দক্ষিণ অসম রেঞ্জের ডিআইজি ও ডিমা হাসাও জেলার জেলাশাসকের উদ্দেশ্যে পাঠানো হয়।
হারাঙ্গাজাও থানার ওসি অংশু রাজকুমার সিং
 হারাঙ্গাজাও এলাকার মহিলারা ডিমা হাসাও জেলার পুলিশসুপারের কাছে দেওয়া অভিযোগ পত্রে উল্লেখ করেন হারাঙ্গাজাও থানার ওসি অংশু রাজকুমার সিং হারাঙ্গাজাও এলাকায় মহিলা থেকে শুরু করে পুরুষদের সঙ্গে অশালীন আচরন সহ দুর্ব্যবহারে জড়িয়ে পড়েন। এমনকি হারাঙ্গাজাওয়ের বিভিন্ন এলাকায় দিনে রাতে বাড়িতে হানা দিয়ে অযথা কোনও কারণ ছাড়াই মহিলাদের সঙ্গে অশালীন আচরণে জড়িয়ে পড়েন ওই পুলিশ অফিসার বলে গুরুতর অভিযোগ উত্থাপন করে হারাঙ্গাজাও এলাকার মহিলারা ওসি অংশু রাজকুমার সিং-য়ের অবিলম্বে বদলির দাবি তোলেন। অভিযোগ নামায় হারাঙ্গাজাও এলাকার মহিলারা আরো অভিযোগ করেন হারাঙ্গাজাও থানার ওসির দায়িত্ব নেওয়ার পরই অংশু রাজকুমার সিং হারাঙ্গাজাও এলাকায় এক প্রকার সন্ত্রাস কায়েম করে রেখেছেন কারনে আকারনে অযথা মহিলা থেকে শুরু সাধারন মানুষের সঙ্গে অশালীন আচরণ ও দুর্ব্যবহারে লিপ্ত হচ্ছেন। তাই অবিলম্বে হারাঙ্গাজাও থানার ওসির বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহন করে তাকে হারাঙ্গাজাও থেকে অন্যত্র বদলি করা না হলে ওসির বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে এবং এর পরিপ্রেক্ষিতে হারাঙ্গাজাও এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার সম্ভাবনা রয়েছে বলে অভিযোগ নামায় উল্লেখ করেন মহিলারা এই অবস্থায় এলাকার মানুষের স্বার্থে অবিলম্বে ওই থানার ওসি অংশু রাজকুমার সিংকে বদলি করার দাবি জানিয়ে এলাকার মহিলারা পুলিশসুপার গৌরব অভিজিতের কাছে লিখিতভাবে অভিযোগ দায়ের করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.