Header Ads

পরোক্ষে ব্রিটেন , ফ্রান্স ও জার্মানিকে আমেরিকার ' চাকর ' বললেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলি খোমেইনি

নয়া ঠাহর ওয়েব ডেস্ক -- 18 জানুয়ারি

ইরানকে ২০১৫ সালের পরমাণু চুক্তি মেনে চলার জন্য চাপ বাড়িয়েছে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি  । এতেই এই দেশগুলির ওপর বেজায় চটেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলি খোমেইনি  । পরোক্ষে এই দেশগুলিকে আমেরিকার ' চাকর ' বলে কটাক্ষ করলেন খোমেইনি ।

ছবি, সৌঃ আন্তর্জাল
তেহরানে শুক্রবার খোমেইনি বলেন , এতদিনে একটা কথা প্রমাণ হয়ে গিয়েছে, এই দেশগুলি আমেরিকার চাকর , তারা আমেরিকার সেবা করে । খোমেইনির এই মন্তব্য শুনে চুপ থাকেননি আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প । টুইট করে ট্রাম্প বলেন , ইরানের তথাকথিত সুপ্রিম লিডার আমেরিকা ও ইউরোপ নিয়ে খারাপ কথা বলেছেন । ইরানের অর্থনীতি ভেঙে পড়ছে । মানুষ দুর্দশায় আছে সেদেশে।

খোমেইনি এই বলেই থামেননি । তিনি আরো বলেন, ইউক্রেনের বিমান ধ্বংসের ঘটনাকে এমন ভাবে তুলে ধরতে চাইছে কেউ কেউ যাতে  কাসেম সোলেমানির শহিদ হওয়ার কথা মানুষ ভুলে যায় । ট্রাম্প অবশ্য এরপর বলেন, ইরানের নেতার আরো সতর্ক হয়ে কথা বলা উচিত । এই কথা যুদ্ধের ফলে ইরান ও আমেরিকার মধ্যে চলতি উত্তেজনার পারদ আরও চড়বে বলেই আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.