Header Ads

রেল হাসপাতালে নিযুক্তি নিয়ে কর্মীর অভিযোগ


নয়া ঠাহর প্রতিবেদন বদরপুর : বদরপুর রেল হাসপাতালে ড্রেসার পদে পদোন্নতির পরীক্ষা  নিয়ে অভিযোগ করলেন তিন  পরীক্ষার্থী। গত ১৭ সেপ্টেম্বর ওই পদে গ্রুপ সি ক্যাটাগরিতে প্রমশনের জন্য পরীক্ষা দিয়েছিলেন কর্মরত সজল বিশ্বাস রাজেশ মালাকার ও মিঠুন কর্মকার। পার্সোন্যাল ডিপার্টমেন্ট এই পরীক্ষা নেয়।তিনজনই উত্তীর্ণ হন। কিন্তু পরীক্ষার ফল বের হওয়ার পর রাজেশ মালাকার পাস করা সত্ত্বেও তিনি ম্যাট্রিক পাস নন এই অজুহাতে তাকে আটকে দেওয়া হয়। এতে হতভম্ব হয়ে পড়েন রাজেশ। তাঁর নিযুক্তি ১৯৯৮ সালের আগে। আর রেলের আইনে পরিস্কার লেখা ১৯৯৮ সালের আগে ড্রেসার হিসেবে নিযুক্তি  পেয়েছেন তাঁদের প্রমশনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ক্লাস এইট পাস হলেই চলবে। এই তথ্য জানিয়েছেন রাজেশ নিজেই। ক্ষুব্ধ রাজেশ এ নিয়ে মজদুর ইউনিয়নের শরণাপন্ন হয়েছেন। ইউনিয়ন ইতিমধ্যেই লামডিং ডিআরএম অফিসে এ বিষয়ে অভিযোগ দায়ের করেছে বলে জানা গেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.