Header Ads

টংলার যুগানন্দ সঙ্গীত মহাবিদ্যালয় থেকে আন্তর্জাতিক ভারত নাট্যম খেতাব অর্জন



সঞ্জয় সাহা, টংলা : আন্তর্জাতিক ক্লাসিক্যাল নৃত‍্য প্রতিযোগিতায় ওদালগুড়ি জেলার টংলা শহরের লাকী সেন ভারত নাট‍্যমে প্রথম স্থান ও নিতিশনা কুমার, শাস্ত্রিয় নৃত‍্যে প্রথম স্থান অর্জন করতে সক্ষম হয়েছে। গত ১৮ই জানুয়ারি, ২০২০ কুয়ালালামপুর, মালয়েশিয়া, গ্লোবাল ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল অডিটরিয়মে নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ‍্যোগে আয়োজিত ভারত নাট‍্যম, ওডিসি, কথক, মহিনি এটম, কথক কালি, শাস্ত্রীয় নৃত‍্য সত্র, কেরালা মেডাম‍্যান নৃত‍্য প্রতিযোগিতায় বিশ্ব থেকে ৫০০ ও অধিক প্রতিযোগী অংশ গ্ৰহণ করেন। '' শাখায় ভারত নাট‍্যম ও শাস্ত্রিয় নৃত‍্যে শ্রেষ্ঠ খেতাব অর্জন করেন টংলা, ওদালগুড়ি জেলার লাকী সেন ও নগাও, অসমের নিতিশনা কুমার। ওদালগুড়ি জেলার টংলা শহর থেকে ভারত নাট‍্যমে সিনিয়র '' গ্ৰুপে প্রিয়াঙ্কা ঘোষ তৃতীয় স্থান, '' গ্ৰুপে প্রিয়াঙ্কা শীল তৃতীয় স্থান, '' গ্ৰুপে মেঘনা দে তৃতীয় স্থান অর্জন করতে সক্ষম হয়েছে। টংলার যুগানন্দ সঙ্গীত মহাবিদ্যালয় থেকে লাকী সেন, প্রিয়াঙ্কা ঘোষ, মেঘনা দে ও প্রিয়াংসা শীল এই প্রতিযোগিতায় অংশগ্ৰহণ করে। গতকাল নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে টংলা নেতাজী সুভাষচন্দ্র বসু প্রতিমূর্তি প্রতিষ্ঠা কমিটির থেকে সকল খেতাব অর্জনকারীকে সম্মান জানানো হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.