Header Ads

মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য প্রচেষ্টায় ফরেষ্ট গেষ্টহাউজ' হচ্ছে সরকারি পতিত জমিতে





নয়া ঠাহর প্রতিবেদন,পাঁচগ্রাম: হাইলাকান্দি জেলার বদরপুরঘাট, ঠাণ্ডাপুর ফরেষ্ট সাব-বিট্ অফিসর পাশে থাকা সরকারি খাস জমি পুনরুদ্ধার হল ফরেষ্টের গেষ্টহাউজ তৈরির পরিকল্পনার জন্যবিশেষ সুত্রে জানা গেছে,  পতিত সরকারি জমি আবিষ্কার করলেন বন বিভাগইজমিটি কিছুদিন সরকারি রাস্তা তৈরির কাজ করার সংস্থা বিআরটিএফ-র অধীনে ছিল। আজ থেকে প্রায় কয়েকটি বৎসর আগেই বিআরটিএফ সংস্থাটি বরাক থেকে চলে যাওয়ার পর পতিত পরেছে সেই জমিটি। এলাকায় সরকারি জমির আশপাশে কতিপয় অসাধু ব্যবসায়ীর রমরমা কার্য্যকলাপের তৎপরতা চলছিল বলে বিভিন্ন সময় এলাকার খবর সংবাদমাধ্যমে প্রকাশ হতোএইসব বিভিন্ন অভিযোগ পেয়েই অসমের বন ও পরিবেশ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যর প্রচেষ্টায় এই সরকারি জমি পুনরুদ্ধার করার নির্দেশ দেন। এর পরই সরকারি জমিটি পুনরুদ্ধার করে ফরেষ্টের আয়ত্তে নিয়ে আসা হয়। অসমের বন ও পরিবেশ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য চোখে পরা জমিতে একটি সুন্দর 'ফরেষ্ট গেষ্টহাউজ' তৈরির পরিকল্পনার প্রস্তুতি নিতে হাইলাকান্দির জেলা শাসককে অবগত করেন বলে জানা গেছেআরও জানা গেছে, হাইলাকান্দি জেলার ঠাণ্ডাপুর বদরপুরঘাটের সাব-বিট ফরেষ্ট অফিসের অফিসার মনুয়ার হুসেন বড়ভূঁইয়া সহ কর্মী সুবিনয় দেব, প্রদীপুল ইসলাম, ফিরোজ চৌধুরী, মঞ্জু বড়ভূইয়া, শিশির দাস ও পাঁচগ্রামের রেঞ্জ অফিসার অলক দেবের যৌথ প্রচেষ্টায় বন ও পরিবেশ মন্ত্রীর এই প্রকল্পটি বাস্তবায়ন করতে বনবিভাগকে তৎপর থাকতে লক্ষ্য করা গেছে

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.