Header Ads

34 তম শুভ শ্রীমন্দির প্রতিষ্ঠা বার্ষিকী মহোৎসব কাটাখাল সৎসঙ্গ মন্দিরে...নয়া ঠাহর প্রতিবেদন, কাটাখাল: কাটাখাল সৎসঙ্গ বিহারে 34তম শুভ শ্রীমন্দির প্রতিষ্ঠা বার্ষিকী মহোৎসব  অনুষ্ঠানসূচীমতে শনিবার আরম্ভ হল মহোৎসব। বিকাল 2 টায় উৎসব উদ্বোধন করতে দেখা গেল দিলীপ দে দক্ষিণ আসাম চক্রের পুলিশবাহিনীর ডিআইজি, সহঃপ্রতিঋত্বিক পি.কে. মজুমদার, সহঃপ্রতিঋত্বিক পিনাক দাস, সহঃপ্রতিঋত্বিক নিরঞ্জণ শর্ম্মা, রথীন্দ্র রায় ও সৎসঙ্গীবৃন্দদের নিয়ে প্রদীপ উজ্জ্বলন সহ "বন্দেপুরুষত্তমম্" ধ্বনিতে ভাবগম্ভীর পরিবেশে সৎসঙ্গ বিহার প্রাঙ্গণ ও উৎসব মণ্ডপ উজ্জ্বীবিত ছিল। বিকেল 2-30 মিনিটে উৎসবমণ্ডপে মাতৃসম্বেলন শুরু হয়। শ্রীশ্রীঠাকুরের বিনতী প্রার্থণা, গান, কীর্তন, "আদর্শ জাতি গঠনে নারীর ভূমিকা" উপর শ্রীশ্রীঠাকুরের ভাবধারার নিয়ে শিলচর থাকে আগত সম্পা বিশ্বাস, বদরপুরঘাটের স্বপ্না সিংহ ও হাইলাকান্দির শিপ্রা মজুমদার বিশেষ আলোচনা করলেন। সন্ধ‍্য বিনতী প্রার্থনা, সন্ধ‍্যা আরতী তৎপর সঙ্গীতানুষ্ঠান। দূপুর ও রাতে ভাণ্ডারে চলে। আজ ব্রাহ্মমুহূর্তে সমগীতিকা ও নহবৎ, প্রত‍্যুষে ঊষা কীর্তন সহ নগর পরিক্রমা, শ্রীমন্দির প্রতিষ্ঠার শুভ উদ্বোধন লগ্ন তৎপর বিভিন্ন অনুষ্ঠানসূচী অনুসারে সারাদিন ধরে চলবে নানান অনুষ্ঠানরবিবার অনুষ্ঠানকে সাফল‍্যমণ্ডিত করতে সৎসঙ্গীবৃন্দরা বিশেষ তৎপর দেখা গিয়েছে আজ থেকেই। ভক্ত মণ্ডলীদের সমাবেশ প্রচুর হবে বলে উৎসব মন্ডলী আশাবাদী।

No comments

Powered by Blogger.