Header Ads

হাফলঙে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে নেতাজি জয়ন্তী পালিত

   বিপ্লব দেব, হাফলং ২৩ জানুয়ারীঃ সমগ্র দেশের সঙ্গে সঙ্গতি রেখে ডিমা হাসাও জেলার সদর শহর হাফলঙে নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৩ তম জন্মজয়ন্তী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয়। বৃহস্পতিবার নেতাজি জয়ন্তী উপলক্ষে হাফলং নেতাজী জন্মজয়ন্তী উদযাপন কমিটির উদ্যোগে হাফলং সাংস্কৃতিক ভবন থেকে সকাল ৯ টায় নেতাজির প্রতিকৃতি সহযোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা হাফলং শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে পুনরায় হাফলং সাংস্কৃতিক ভবনে এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বিভিন্ন জাতি জনগোষ্ঠীর সাধারণ নাগরিক থেকে শুরু করে স্কুলের ছাত্রছাত্রীরা। তারপর বেলা ১১ টায় হাফলং সাংস্কৃতিক ভবনে আজাদ হিন্দ ফৌজ (আইএনএ)-র পতাকা উত্তোলন করেন বিধায়ক বীরভদ্র হাগজার। তারপর দুপুর ১২ টা ১২ মিনিটে শঙ্খধ্বনি ও উলুধ্বনির মাধ্যমে নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্ম লগ্ন ঘোষণা করা হয়।

 হাফলং সাংস্কৃতিক ভবনে স্বাধীনতা সংগ্রামে নেতাজির অবদান ও নেতাজির জীবনী শীর্ষক এক আলোচনায় সভায় বক্তব্য রাখেন হাফলং সরকারি কলেজের অধ্যাপক শ্যামানন্দ চৌধুরী, দীনেশ তেওয়ারি, সুজয় লাংথাসা। এছাড়া অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিধায়ক বীরভদ্র হাগজার, উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের ইএম নন্দিতা গার্লোসা, ও পার্বত্য পরিষদের সদস্য তথা নেতাজি জন্মজয়ন্তী উদযাপন কমিটির সভাপতি লিটন চক্রবর্তী প্রমুখ। এছাড়া এদিন অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য পরিষদের সদস্য ঈশ্বরী প্রসাদ যইশী, বিজেপির জেলা সভাপতি ধনপাইন থাওসেন ও এডিসি হেমাঙ্গ নবীস বহিম চন্দ্র লাংথাসা সহ দীলিপ নুনিসা। নেতাজি জয়ন্তী উপলক্ষে এদিন হাফলং নেতাজি জন্মজয়ন্তী উদযাপন কমিটির পক্ষ থেকে হাফলং সরকারি হাসপাতালে রোগীদের মধ্যে ফলমূল বিতরণ করা হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.