Header Ads

নাগরিকত্ব আইনের বিরোধীতা করায় দলের নেতাকে অন্য দলে যাওয়ার পরামর্শ নীতীশ কুমারের

নয়া ঠাহর ওয়েব ডেস্ক -- 23 জানুয়ারি

জনতা দল ( ইউনাইটেড )-এর জাতীয় সম্পাদক পবন বর্মা নাগরিকত্ব আইনের বিরোধীতা করে টুইট করেছিলেন । টুইটে পবন বর্মা  লিখেছিলেন, দিল্লির ভোটে নীতীশ যেভাবে বিজেপির সঙ্গে জোট বাঁধলেন, তাতে তিনি অবাক হয়ে গেছেন । ব্যক্তিগত আলাপে নীতীশ তাঁকে বলেছিলেন, বিজেপি ও আরএসএস বিপজ্জনক শক্তি । এর পরও নীতীশ কুমার কী করে  বিজেপির সঙ্গে জোট বাঁধলেন? 

ছবি, সৌঃ আন্তৰ্জাল
পবন বর্মার টুইটারের পর ক্ষান্ত থাকেননি বিহারের মুখ্যমন্ত্রী । নীতীশ কুমার উল্টে পবন বর্মাকে দল ছাড়ার পরামর্শ দিয়ে শুভেচ্ছা জানিয়ে দেন। নীতীশের সাফ কথা, নাগরিকত্ব আইন নিয়ে দলের অবস্থান পরিষ্কার । বিভ্রান্তির অবকাশ নেই। কারও আপত্তি থাকলে তিনি দলের মধ্যে আলোচনা করতে পারতেন । কিন্তু তা না করে প্রকাশ্যে বিবৃতি দিচ্ছেন ।


পবন বর্মা এর পাল্টা জবাবে বলেন , নীতীশ কুমার অনেকবার বিজেপি ও আরএসএস বিপজ্জনক বলে বলেছেন । বিজেপি নাগরিকত্ব  আইনের নামে সমাজকে বিভক্ত করতে চাইছে । তারা দেশের শান্তি ও সুস্থিতি বিপন্ন করতে চায় ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.