Header Ads

অসমে আত্মসমর্পণ বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর ৬৪৪ জন ক্যাডারের

নয়া ঠাহর ওয়েব ডেস্ক -- 23 জানুয়ারি

বৃহস্পতিবার গুয়াহাটিতে অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের উপস্থিতিতে অস্ত্র তুলে দিয়ে আত্মসমর্পণ করল আলফা  ( স্বাধীন ), কেএলও, এনডিএফবি  ( এস) ও সিপিআই ( মাওবাদী ) সহ বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর ৬৪৪ জন সদস্য ।


ছবি, সৌঃ নিউজ১৮অসম
মোট ১৭৭-টি স্বয়ংক্রিয় অস্ত্র তাঁরা তুলে দিয়েছেন সরকারের কাছে । অসমের জঙ্গি সংগঠনগুলির সঙ্গে সিপিআই  ( মাওবাদী ) সদস্যও আত্মসমর্পণ করায় চাঞ্চল্য ছড়িয়েছে।

আত্মসমর্পণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেন , এত বড় সংখ্যায় জঙ্গি   গোষ্ঠীর সদস্যরা আত্মসমর্পণ করায় তিনি খুশি । আগামীতে  তাঁরা যাতে সমাজের মূলস্রোতে সুন্দরভাবে জীবনযাপন করতে পারেন তার জন্য সরকার সব ধরনের সহযোগিতা করবে।


গত ১১ জানুয়ারি মায়ানমারের  গোপন জায়গায় ভারতীয় সেনার কাছে অস্ত্রসহ আত্মসমর্পণ করেছিল এনডিএফবি - র ( সংবিজিত) গোষ্ঠীর ৫০ জন সদস্য । এরপর ফের বৃহস্পতিবার আরও বিভিন্ন জঙ্গি সংগঠনের সদস্যরা আত্মসমর্পণ করায় অসমে দ্রুত শান্তি ফিরে আসবে বলে অভিমত সরকারি মহলের ।

বৃহস্পতিবার আত্মসমর্পণ করা ক্যাডারদের মধ্যে আলফা  ( স্বাধীন )-এর ৫০ জন , এনডিএফবি  ( সংবিজিত )-এর ৮ জন , কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনের ( কেএলও ) ৬ জন , রাভা ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের (আরএনএলএফ) ১৩  জন ,ন্যাশনাল সানথাল লিবারেশন আর্মির  (এনএসএলএ) ৮৭ জন, সিপিআই (মাওবাদী )-র ১ জন, আদিবাসী ড্রাগন ফাইটারের (এডিএফ)-১৭৮ জন ক্যাডার রয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.