Header Ads

বেশ কয়েকটি জঙ্গি সংগঠনের ৬০০র ও বেশি জঙ্গি ২৩ জানুয়ারি অস্ত্ৰ ত্যাগ করে জীবনের মূলস্ৰোতে ফিরে আসবে

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ বেশ কয়েকটি জঙ্গি সংগঠনের ৬০০র ও বেশি জঙ্গি ২৩ জানুয়ারি নেতাজির জন্মদিনের দিন আত্মসমৰ্পণ করতে চলেছে। গুয়াহাটি মহানগরের উচ্চ পৰ্যায়ের পুলিশ অফিসার এবং রাজ্য সরকারের নেতাদের সামনে জঙ্গিরা অস্ত্ৰ রেখে আত্মসমৰ্পণ করবে।

প্ৰতীকী ছবি, সৌঃ ইন্টারনেট
আলফা (স্বাধীন) ছাড়াও নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলির মধ্যে রয়েছে ন্যাশনাল লিবারেশন ফ্ৰন্ট অব বেঙ্গলিজ সংক্ষেপে এনএলএফবি, আদিবাসী ড্ৰাগন ফোৰ্স, সাঁওতাল এবং রাভা জঙ্গি সংগঠন। সবচেয়ে বেশি জঙ্গি রয়েছে এনএলএফবি-র। নিষিদ্ধ এই সংগঠনটির ৩০০রও বেশি জঙ্গি আত্মসমৰ্পণ করার সিদ্ধান্ত নিয়েছে। এরপরই রয়েছে  আদিবাসী ড্ৰাগন ফোৰ্স। এই সংগঠনটির প্ৰায় ১৮০ জন আত্মসমৰ্পণ করবে।


প্ৰসঙ্গত, কিছুদিন আগেই এনডিএফবি(এস)-এর একাংশ জঙ্গি জীবনের মূলস্ৰোতে ফিরে আসতে সরকারের কাছে আত্মসমৰ্পণ করেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.