Header Ads

সিএএ নিয়ে ভয় পাবেন না, দাৰ্জিলিংয়ে জনসভায় পাহাড়ের মানুষকে বললেন তৃণমূল নেত্ৰী মমতা বন্দ্যোপাধ্যায়

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ 

সিএএ নিয়ে ভয় পাবেন না, বুধবার দাৰ্জিলিংয়ের জনসভায় সাধারণ মানুষকে উদ্দেশ্য করে বললেন তৃণমূল নেত্ৰী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নাগরিকত্ব আইনের বিরুদ্ধে হাতে খোল, করতাল, একতারা নিয়ে মিছিল করেন মুখ্যমন্ত্ৰী। তাঁর সঙ্গে মিছিলে যোগ দেন পাহাড়ের ১৫ টি জনজাতির নেতারা। তিনি বলেন- দেশের স্বরাষ্ট্ৰমন্ত্ৰী একের পর এক মিথ্যে কথা বলছেন। যদি এনআরসি হয়, এনপি আর হয় তো আমরা কোথায় যাবো? প্ৰশ্ন তোলেন তিনি।  অসমের এনআরসিতে এক লক্ষ পাহাড়ি মানুষ বাদ পড়েছে। 

ছবি, সৌঃ এএনআই
তিনি এও বলেন- দেশে একের পর এক শিল্প বন্ধ হচ্ছে। ক্ৰমশ মন্দার দিকে যাচ্ছে অৰ্থনৈতিক অবস্থা। প্ৰতিবাদ করলে পাকিস্তানী বলে তকমা দেওয়া হয়। গোৰ্খাল্যান্ড হবে বলে প্ৰতিশ্ৰুতি দেওয়া হয়েছিল, তার বদলে এখন পাহাড়ের মানুষকে তাড়ানোর ছক কষা হচ্ছে। এদিনের মিছিলে তৃণমূল নেত্ৰীর সঙ্গে গোৰ্খা জনমুক্তি মোৰ্চার নেতারা ছাড়াও ছিলেন পশ্চিমবঙ্গের দুই মন্ত্ৰী অরূপ বিশ্বাস ও ইন্দ্ৰনীল সেন। পাহাড়ে ভানু ভক্ত ভবন থেকে মিছিল শুরু করে চক বাজার পৰ্যন্ত মিছিল যায়। মিছিল শেষ চক বাজারেই জনসভা করেন তিনি। পাহাড়ের মানুষের পাশেই রয়েছেন বলে এদিন আশ্বাস দিয়েছেন তৃণমূল নেত্ৰী।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.