Header Ads

জঙ্গিরা ভারতীয় সেনার খাবার ও জলে বিষ মেশানোর ষড়যন্ত্ৰ করছে, চূড়ান্ত সতৰ্কতা অবলম্বন সেনাবাহিনীতে

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ  জঙ্গিরা ভারতীয় সেনা বাহিনীর জলে ও খাবারে বিষ মেশানোর ষড়যন্ত্ৰ করছে। গোয়েন্দাদের দেওয়া এমনই চাঞ্চল্যকর তথ্য পাওয়ার পর থেকেই ভারতীয় সেনাবাহিনীতে চূড়ান্ত সতৰ্কতা অবলম্বন করা হয়েছে। 
 ছবি, সৌঃ আন্তৰ্জাল

নেপাল হয়ে ভারতে ঢুকে দেশের সেনা জওয়ানদের খাদ্যে ও পানীয়ে বিষ মেশানোর ছক করেছে পাকিস্তানের জঙ্গিরা বলে জানা গিয়েছে। জানা গেছে, এই শীতকালে বরফ পড়ার সুযোগে সীমান্ত পেরিয়ে প্রচুর জঙ্গি অনুপ্রবেশ হয়। তা রোখার সর্বত চেষ্টা চলছে দেশের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.