দেশের ইন্দো ভারতীয়দের আর আইন সভায় প্রতিনিধিত্বের সুযোগ দেওয়া হবে না, ১৩ জানুয়ারি অসম বিধানসভায় এই সম্পর্কে বিল উত্থাপিত হবে বলে প্রধান সচিব জানান
অমল গুপ্ত, গুয়াহাটিঃ কেন্দ্রীয় সরকারের কেবিনেটের প্রস্তাব অনুযায়ী সংবিধান সংশোধন করে দেশের সংসদ, এবং বিধানসভায় আংলো ইন্ডিয়ান দের প্রতিনিধিত্ব করার সুযোগ বাতিল করা হবে।১৯৫২ সাল থেকে ২০১৯ পযন্ত লোকসভায় দুজন ইন্দো ভারতীয় প্রতিনিধি কে রাষ্ট্রপতি মনোনীত করতেন। আগামী ১৩ জানুয়ারি অসম বিধানসভায় ১২৬ তম সংশোধনী বিল টি উত্থাপন করে সর্বসম্মত প্রস্তাব গ্রহণ করে লোক সভায় পাঠানো হবে। এই সংশোধনীর দ্বিতীয় প্রস্তাব তপশীল জাতি ও তপশীল উপজাতি এবং দলিত, আদিবাসীর মনোনীত প্রতিনিধিত্বের সময়সীমা আরও ১০ বৃদ্ধি করা।বিল টি আইন এ পরিণত হলে দেশের কয়েক লাখ ইন্দো ভারতীয় লোক তাদের জনগোষ্ঠীর প্রতিনিধিত্বের সুযোগ থেকে বঞ্চিত হবে। অসম বিধানসভায় এই ক্ষুদ্র জনগোষ্ঠীর কেনো প্রতিনিধি নেই, পশ্চিম বঙ্গে আছে। তবে অসম সংখ্যালঘু উন্নয়ন বোর্ড এ এই জনগোষ্ঠীর এক জন প্রতিনিধি মনোনয়নের ব্যবস্থা করেছে। ব্রিটেনের আদি বাসিন্দা জন্ম সূত্রে ভারতের ভাষা কৃষ্টি কে গ্রহণ করেছে তাদের কে ইন্দো ভারতীয় বলে বিবেচনা করা হয়ে থাকে। অসমে বিধানসভায় আগে এই জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব ছিল। আজ অসম অসম বিধানসভার প্রধান সচিব মৃগেন্দ্র কুমার ডেকা এক সাক্ষাৎকারে আগামী ১৩ জানুয়ারি এক দিনের বিশেষ অধিবেশন সম্পর্কে বলেন, শুধু তপশীল জাতি উপজাতি জনগোষ্ঠীর আরও ১০ বছরের জন্যে সময় সীমা বাড়ানো ও ইন্দো ভারতীয় দের জন্যে এই সুযোগ রদ নিয়ে আলোচনা হবে। বিকাল ৫ টাই বিধানসভায় রাজ্যপালের ভাষণের ওপর বিতর্ক হবে, এবং সেই বিতর্কের জবাব দেবে সরকার। রাত ১০ টা পযন্ত বিধানসভা। জানান ১ ফেব্রুয়ারী লোকসভায় বাজেট পেশ হবে। তারপর অসম বিধান সভায় বাজেট অধিবেশন হবে। সেই অধিবেশনে আর রাজ্যপাল ভাষণ দেবেন না। প্রধান ।সচিব জানান









কোন মন্তব্য নেই