কেশব স্মারক সংস্কৃতি সুরভির গ্রামীন স্বাস্থ্যকর্মী প্রশিক্ষণ শিবিরের সমাপন সমারোহ অনুষ্ঠিত...
নয়া ঠাহর প্রতিবেদন, বড়জালেঙ্গা : আজ বড়জালেঙ্গা
আম্বেদকর ভবনে বিগত সাতদিন ব্যাপি গ্রামীণ স্বাস্থ্যকর্মী প্রশিক্ষণ শিবির সমাপন
সমারোহ অনুষ্ঠিত হয়। কেশব স্মারক
সংস্কৃতি সুযভি আয়োজিত এই স্বাস্থ্যশিবিরে বরাক উপত্যকার বিভিন্ন প্রত্যন্ত গ্রাম
থেকে মোট 30 জন প্রশিক্ষার্থী
অংশগ্রহণ করেন। এই প্রশিক্ষণ
শিবিরে শিলচর মেডিক্যাল কলেজ থেকে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ 14 জন ডাক্তার তাদেরকে প্রশিক্ষণ প্রধান করেন।
এছাড়াও আয়োজক সংস্থার পুর্ণকালিন ডাক্তার গোপাল চন্দ সাতদিন ব্যাপি এই শিবিরে
তাদেরকে প্রাথমিক চিকিৎসা পদ্ধতি সম্মন্ধে বিশদ ধারনা প্রধান করেন।এই শিবিরের
উদ্দেশ্য হল গ্রামীণ জনগণকে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করা সহ নিজে স্বাবলম্বী
হওয়া। আজকের এই সমারোপ সমারোহে মূখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় স্বয়ং
সেবক সংঘের ক্ষেত্রীয় প্রচারক মাননীয় উল্লাস কুলকার্নি মহাশয়।মূখ্য অতিথি হিসাবে
উপস্থিত ছিলেন রোজকান্দি চা বাগানের মহাপ্রবন্ধক ঈশ্বর ভাই উবাদিয়া, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দক্ষিণ আসাম প্রান্ত
প্রচারক সঞ্চয় কুমার দেব, কেশব স্মারক সংস্কৃতির সুরভির সভাপতি শুভ্রাংশু শেখর ভট্রাচার্য্য, আশিষ হালদার,
সম্পাদক ড: অভিজিৎ নাথ
প্রমুখ। সভায় সবাই নিজেদের
বক্তব্যে এই ধরনের শিবির আয়োজনের প্রয়াসের ভূয়সী প্রশংসা করেন এবং
স্বাস্থ্যকর্মীদের উৎসাহ প্রদান করেন। সভায়
প্রশিক্ষার্থীদেরকে প্রাথমিক চিকিৎসা তথা স্বাস্থ্য পরীক্ষার সম্পর্কিত যন্ত্রাদি
সহ সবাইকে শংসাপত্র প্রদান করা হয়, যাহার মাধ্যমে আগামী
দিনে স্বাস্থ্যকর্মীগণ নিজেদের গ্রামে প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদান করার
সুবিধা পাবেন।









কোন মন্তব্য নেই