ঠাণ্ডায় জবুথবু বরাক, আরও নামবে পারদ
নয়া ঠাহর
প্রতিবেদন, বদরপুর : প্রবল ঠাণ্ডার কবলে গোটা বরাক উপত্যকা।
উপত্যকার বিভিন্ন এলাকায় পারদ নেমেছে চৌদ্দ থেকে বারো ডিগ্রি সেলসিয়াসে। শ্রীকোনা
রামনগর ইত্যাদি এলাকায় যখন চৌদ্দ ডিগ্রি তখন করিমগঞ্জের লামাজুয়ারে বারো ডিগ্রি
দেখাচ্ছে। ঘন কুয়াসায় পথঘাট দেখা যাচ্ছে না। মুস্কিলে গাড়ির চালকেরা। কুয়াসার
দাপটে দুই হাত দূরে পথ দেখা যাচ্ছে না। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী পারদ আরও
নামবে।









কোন মন্তব্য নেই