Header Ads

নতুন বছরে নতুন পরিষেবা, চালু হল এক দেশ এক রেশন কার্ড !!

বিশ্বদেব চট্টোপাধ্যায়ঃ

এক দেশ এক রেশন কার্ড পরিষেবা শুরু হল নতুন বছরের প্রথম দিন থেকেই। প্রথম পর্যায়ে ১২টি রাজ্যে এই পরিষেবার সুবিধা পাবেন গ্রাহকরা। অন্ধ্র প্রদেশ, তেলঙ্গানা, গুজরাট, মহারাষ্ট্র, হরিয়ানা, রাজস্থান, কর্নাটক, কেরল, মধ্য প্রদেশ, গোয়া, ত্রিপুরা এবং ঝাড়খণ্ড।

২০২০ সালের জুন মাসের মধ্যে গোটা দেশেই এই পরিষেবা চালু হয়ে যাবে বলে জানানো হয়েছে। এবার থেকে এই বারোটি রাজ্যের বাসিন্দারা এই ১২টি রাজ্যে যেকোনও জায়গা থেকে রেশন সংগ্রহ করতে পারবেন তাঁদের ডিজিটাল রেশন কার্ড দেখিয়ে। এতে সবচেয়ে বেশি উপকৃত হবেন শ্রমিকরা। কারণ কাজের জন্য তাঁদের একাধিক রাজ্যে গিয়ে থাকতে হয়। সেখানে রেশন পান না তাঁরা। এই কার্ড সঙ্গে থাকলে দেশের যেকোনও প্রান্ত থেকে রেশন সংগ্রহ করতে পারবেন তাঁরা।
সেকারণেই গত এক বছর ধরে রেশন কার্ড ডিজিটাল করার প্রক্রিয়া শুরু হয়েছে। এক দেশ এক রেশন পরিষেবা গোটা দেশে চালু হয়ে গেলে সব নথি অনলাইনে থাকবে। দেশের কোন প্রান্ত কত পরিমান রেশন যাচ্ছে তার উপর নজর রাখতে পারবে সরকার। এতে কারচুপির সম্ভাবনা থাকবে না। রেশনে চুরির ঘটনাও কমবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.