Header Ads

নতুন বছরের শুরুতে কামাখ্যা মন্দির সহ রাজ্যের বিভিন্ন মন্দিরে ভক্তের ভিড়

 


য়া ঠাহর প্রতিবেদন।নতুন বছরের শুরুতে অর্থাৎ পয়লা জানুয়ারিতেই  নীলাচল পাহাড় স্থিত কামাখ্যা মন্দির সহিত রাজ্যের বিভিন্ন মন্দিরে দেখা গেল ভক্তদের ভিড়।পরিবার ,পরিজন, রাজ্য ও দেশের  মঙ্গল কামনায় এদিন সকালেই কামাখ্যা মন্দিরে পুজো দিতে পৌছন অসংখ্য ভক্ত ।বছরের প্রথম দিনটি সবাই  মায়ের আশীর্বাদ নিতে পুজো অর্চনা করেন।উত্তর গুয়াহাটির দোল গোবিন্দ মন্দির।  দুর্গেশ্বরী মন্দির, বালাজি মন্দির, উমানন্দ মন্দিরেও  ভক্তের ভীড় ছিল দেখার মতো।গুয়াহাটি ছাড়াও শিবসাগরের দেবী দৌল,শিব দৌল,মহাভৈরব মন্দিরেও ছিল ভক্তের লম্বা লাইন।মন্দির ছাড়াও চিড়িয়াখানাতেও ছিল দর্শকের ভীড়।সকাল থেকেই অনেক লোক পরিবারের সাথে বছরের প্রথম দিনটি একসাথে কাটান।

No comments

Powered by Blogger.