Header Ads

নেতাজি সুভাষকে অপমান করেছেন বিজেপি বিধায়ক শিলাদিত্য, তাকে গ্রেফতারের দাবি জানিয়েছে প্রদেশ কংগ্রেস




অমল গুপ্ত, গুয়াহাটি : নেতাজি সুভাষ চন্দ্র বসুকে সন্ত্রাসবাদী বলে অভিহিত করায় বিজেপি বিধায়ক শিলাদিত্য দেবকে গ্রেফতারের দাবি জানিয়েছে প্রদেশ কংগ্রেস কমিটি। প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি রিপুন বরা আজ বলেন, নেতাজি ব্রিটিশ রাজের বিরুদ্ধে নিরলসভাবে লড়াই করেছেন, স্বাধীনতা আন্দোলনে তার অবদান অস্বীকার করা যাবে না, সারা বিশ্ব নেতাজিকে মনে রেখেছে, সেই নেতাজি সম্পর্কে চরম আপত্তিকর মন্তব্য করে শিলাদিত্য স্বাধীনতা আন্দোলনে শহিদদের অপমান করলেন, যা বড় লজ্জাজনক। আজ মহাত্মা গান্ধীর তিরোধান দিবস শহিদ দিবস হিসেবে পরিচিত, এই দিবসে রাজীব ভবনে গান্ধীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এই দিবসে প্রদেশ সভাপতি রিপুন বরা স্বাধীনতা সংগ্রামী নেতাজিকে অপমান করার প্রসঙ্গ তুলে, বিজেপি বিধায়কের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের দাবি জানান সাংসদ বরা। তিনি বলেন, কা বিরোধী কংগ্রেস আন্দোলনকারীদের গ্রেফতার করা হচ্ছে, জে এন ইউ-র ছাত্রদের বিনাকারণে গ্রেফতার করা হচ্ছে, তবে কেন নেতাজির বিরুদ্ধে অপমানসূচক মন্তব্য করে বিজেপি বিধায়ক শিলাদিত্য ছাড় পেয়ে যাবে?  তাকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুন বরা। এন ডি এফ বি-র চার গোষ্ঠীর 1615 জন ক্যাডার 178টি অস্ত্রশস্ত্র মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল, অর্থমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার হাতে সমর্পন করে অস্ত্র সংবরণ করে। প্রদেশ কংগ্রেস তাকে স্বাগত জানিয়েছে, আজ প্রদেশ কংগ্রেস কমিটির বৈঠকের কথা জানিয়ে সভাপতি বরা বলেন  বড়ো শান্তি চুক্তি সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা, তা যাচাই করে দেখার জন্যে রকিবুল হোসেনের নেতৃত্বে এক কমিটি গঠন করা হয়েছে। তাছাড়া, অবড়ো জনগোষ্ঠীর অধিকার সুনিশ্চিত হবে কিনা তা দেখার জন্যে অন্য এক কমিটি গড়ে দেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.