Header Ads

করোনা ভাইরাসে মৃত্যু হল ত্ৰিপুরার এক যুবকের

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ

করোনা ভাইরাস এবার এসে পড়ল ভারতেও। মারাত্মক এই ভাইরাসে আক্ৰান্ত হয়ে মৃত্যু হল ত্ৰিপুরার এক যুবকের। নাম মনির হোসেন। ওই যুবক মালয়শিয়ায় এক হোটেলে কৰ্মরত ছিলেন বলে জানা গেছে। চিনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৭০ হয়েছে। 
ছবি, সৌঃ আন্তৰ্জাল
চিনের স্বাস্থ্যমন্ত্ৰক জানিয়েছে- বৃহস্পতিবার পৰ্যন্ত মারাত্মক এই ভাইরাসে আক্ৰান্তের সংখ্যা ৭৭১১ জন। এছাড়াও জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্ৰ, সিঙ্গাপুর, ভিয়েতনাম, আরব আমিরশাহী, তাইওয়ান, নেপাল, ফ্ৰান্স, সৌদি আরব, কানাডা সমেত বিভিন্ন দেশে এই রোগ ছড়িয়েছে বলে বিবিসি এবং রয়টাৰ্স সূত্ৰে জানা গেছে। 

No comments

Powered by Blogger.